কলকাতা, 19 অক্টোবর : ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাতকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য করা হল। জানা গিয়েছে, 2030 সাল পর্যন্ত ওই পদে থাকবেন তিনি। শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের যুগ্ম সচিবের দেওয়া চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তাঁর লালগড়ের বাড়িতে।
দীর্ঘ কারাবাস কাটিয়ে ফেরার পর থেকেই তৃণমূল কংগ্রেসে গুরুত্ব বেড়েছে ছত্রধর মাহাতর ৷ এবার গুরুত্ব বাড়ল তাঁর পরিবারের। এর আগে পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ পর্ষদের সরকার মনোনীত সদস্য হয়েছিলেন নিয়তি মাহাত। এবার তিনি হলেন শিশু সুরক্ষা কমিশনের সদস্য। জেল থেকে ছাড়া পাওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে জায়গা করে নেন ছত্রধর। জঙ্গলমহলের বিশেষ দায়িত্বও দেওয়া হয় তাঁকে। দলের নির্দেশ মেনে তিনি কাজও শুরু করে দিয়েছেন।
এরই মধ্যে পুরানো মামলায় CPI(M) নেতা প্রবীর মাহাত খুনের ঘটনা নিয়ে NIA তলব করেছে ছত্রধরকে। যদিও সম্প্রতি কোরোনা সংক্রমণের কারণে NIA-এর হাজিরা এড়ান তিনি। শুধু তাই নয়, তদন্তের যৌক্তিকতা নিয়ে পালটা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এসবের মধ্যেই ছত্রধর মাহাতর স্ত্রী-র জন্য এল সুখবর।