ETV Bharat / city

HC on summer vacation: সরকারি স্কুলে কেন এতদিন গরমের ছুটি ? রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট - সরকারি স্কুলে গরমের ছুটি

সরকারি স্কুলে কেন গ্রীষ্মের ছুটি (summer vacation is extended in schools) এতদিন দেওয়া হয়েছে ? এই প্রশ্ন তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট (HC on summer vacation)৷

Why summer vacation is extended in schools? Calcutta High Court asks govt's statement
সরকারি স্কুলে কেন এতদিন গরমের ছুটি ? রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট
author img

By

Published : May 10, 2022, 8:44 PM IST

কলকাতা, 10 মে: কেন অযৌক্তিক ভাবে এতদিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ? রাজ্যকে 20 মে-র মধ্যে হলফনামা দিয়ে তা জানানোর নির্দেশ দিল হাইকোর্ট (HC on summer vacation)। 20 মে ফের শুনানি হবে এই মামলার ।

এপ্রিল মাসের 27 তারিখ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রায় দেড় মাসের জন্য রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে (summer vacation is extended in schools)। এর বিরুদ্ধে আনন্দ কুমার হাণ্ডা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । মামলাকারীর বক্তব্য, করোনার কারণে রাজ্যের স্কুলগুলির পঠন পাঠনের পরিস্থিতি এমনিতেই খারাপ । ছেলেমেয়েরা স্কুলের পাঠ প্রায় ভুলতে বসেছে । সেখানে ফের দেড় মাস গরমের ছুটি অবৈজ্ঞানিক চিন্তাভাবনা ।

পাশাপাশি গরমের ছুটি ঘোষণার পরপরই রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টি শুরু হয়েছে । আবহাওয়ার উন্নতি হয়েছে । তাপমাত্রা বেশ কিছুটা কমায় স্বস্তির পরিস্থিতি ফিরে এসেছে । তাহলে কেন এতদিন ধরে গরমের ছুটি থাকবে স্কুলগুলিতে ? এই প্রশ্ন তুলে অবিলম্বে শিক্ষা দফতরের ওই নির্দেশিকা প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন আইনজীবী (Calcutta High Court news)।

আরও পড়ুন: Summer Vacation Case : কেন গরমের ছুটি দেড় মাস ? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

অ্যাডভোকেট জেনারেল অবশ্য আদালতে জানান, রাজ্যের স্কুলগুলিতে এই সময় গ্রীষ্মের ছুটি থাকে । তাপপ্রবাহ চলায় সেটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এ ব্যাপারে আদালত চাইলে তিনি হলফনামা দিয়ে রাজ্যের বক্তব্য জানাবেন । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 20 মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ।

মামলাকারীর আইনজীবী

মামলাকারীর তরফে আইনজীবী রবিউল ইসলাম জানালেন, "বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে চলতি বছরে গরমের ছুটি কমানো হয়েছে । এ রাজ্যের আবহাওয়া স্কুল খোলার জন্য অত্যন্ত অনুকূল । আদালত রাজ্যের কাছে মূল বিজ্ঞপ্তির নোটিসটা চেয়েছে । আশা করছি, রাজ্য স্কুল খোলার দিনক্ষণ এগিয়ে আনবে ।"

কলকাতা, 10 মে: কেন অযৌক্তিক ভাবে এতদিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ? রাজ্যকে 20 মে-র মধ্যে হলফনামা দিয়ে তা জানানোর নির্দেশ দিল হাইকোর্ট (HC on summer vacation)। 20 মে ফের শুনানি হবে এই মামলার ।

এপ্রিল মাসের 27 তারিখ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রায় দেড় মাসের জন্য রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে (summer vacation is extended in schools)। এর বিরুদ্ধে আনন্দ কুমার হাণ্ডা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । মামলাকারীর বক্তব্য, করোনার কারণে রাজ্যের স্কুলগুলির পঠন পাঠনের পরিস্থিতি এমনিতেই খারাপ । ছেলেমেয়েরা স্কুলের পাঠ প্রায় ভুলতে বসেছে । সেখানে ফের দেড় মাস গরমের ছুটি অবৈজ্ঞানিক চিন্তাভাবনা ।

পাশাপাশি গরমের ছুটি ঘোষণার পরপরই রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টি শুরু হয়েছে । আবহাওয়ার উন্নতি হয়েছে । তাপমাত্রা বেশ কিছুটা কমায় স্বস্তির পরিস্থিতি ফিরে এসেছে । তাহলে কেন এতদিন ধরে গরমের ছুটি থাকবে স্কুলগুলিতে ? এই প্রশ্ন তুলে অবিলম্বে শিক্ষা দফতরের ওই নির্দেশিকা প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন আইনজীবী (Calcutta High Court news)।

আরও পড়ুন: Summer Vacation Case : কেন গরমের ছুটি দেড় মাস ? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

অ্যাডভোকেট জেনারেল অবশ্য আদালতে জানান, রাজ্যের স্কুলগুলিতে এই সময় গ্রীষ্মের ছুটি থাকে । তাপপ্রবাহ চলায় সেটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এ ব্যাপারে আদালত চাইলে তিনি হলফনামা দিয়ে রাজ্যের বক্তব্য জানাবেন । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 20 মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ।

মামলাকারীর আইনজীবী

মামলাকারীর তরফে আইনজীবী রবিউল ইসলাম জানালেন, "বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে চলতি বছরে গরমের ছুটি কমানো হয়েছে । এ রাজ্যের আবহাওয়া স্কুল খোলার জন্য অত্যন্ত অনুকূল । আদালত রাজ্যের কাছে মূল বিজ্ঞপ্তির নোটিসটা চেয়েছে । আশা করছি, রাজ্য স্কুল খোলার দিনক্ষণ এগিয়ে আনবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.