কলকাতা, 16 আগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নিরাপত্তার বিষয়ে রাজ্যের গা-ছাড়া মনোভাব কেন ? এই বিষয়ে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা ।
কয়েকদিন আগেই বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছিলেন, যদিও শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পান, তথাপি কিছু ক্ষেত্রে তাঁর রাজ্যের নিরাপত্তারও প্রয়োজন রয়েছে ৷ এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী যেন পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করেন । কিন্তু মামলাকারী শুভেন্দু অধিকারীর দাবি, আদালতের এই নির্দেশ সত্ত্বেও রাজ্য নিরাপত্তার ব্যবস্থা করেনি । সেই কারণে তাঁকে ফের আদালতের দ্বারস্থ হতে হয়েছে । শুভেন্দুর এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।
শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন ৷ কিন্তু গত 18 মে সেই নিরপত্তা তুলে নেওয়া হয় ৷ এর পরই কেন তাঁর নিরপত্তা তুলে নেওয়া হল তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে গত 21 জুন মামলা করেছিলেন শুভেন্দু । সেই সময় তিনি জানান, যদিও তিনি কেন্দ্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তা সত্বেও বিভিন্ন জায়গায় রাজ্যের নিরাপত্তারও প্রয়োজন হয় ৷ যেমন, পাইলট কার ৷ রাস্তায় চলাচলের ক্ষেত্রে এবং জনসভায় রাজ্য পুলিশের নিরাপত্তা প্রয়োজন । দলবদলের পর থেকেই তাঁর নিরাপত্তার প্রয়োজন বেড়েছে ৷ কিন্তু রাজ্য প্রশাসন তার দায় নিচ্ছে না। ওই মামলায় আরও উল্লেখ করা হয়, 2007 সালে শুভেন্দু অধিকারী যখন কাঁথির বিধায়ক ছিলেন, সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত একটি নির্দেশে জানিয়েছিলেন, শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে স্থানীয় পুলিশ সেই ব্যাপারে দায়িত্ব নেবে। কিন্তু কোনও নির্দেশই পুলিশ-প্রশাসন পালন করছে না। এই মামলার শুনানিতেই আদালত জানায়, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন: Suvendu Adhikari : মুরলিধর সেন লেনে শুভেন্দুর জন্য বরাদ্দ হল ঘর
গত 2 জুলাই বিচারপতি শিবকান্ত প্রসাদ এক নির্দেশে জানান, শুভেন্দু অধিকারী কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। এর বেশি নিরাপত্তার প্রয়োজন পড়লে কেন্দ্র-রাজ্য নিজেদের মধ্যে আলোচনা করে তা ঠিক করবে। কিন্তু বিচারপতি প্রসাদের নির্দেশ যথাযথভাবে পালন করছে না রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টে আবেদনে এমনই অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা । যার পর আজ রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিতে নির্দেশ দিল হাইকোর্ট ৷