ETV Bharat / city

Red beacons in Anubrata Mandal's car: অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

অনুব্রত মণ্ডলের গাড়ি থেকে এখনও কেন লালবাতি খোলা হয়নি (Red beacons in Anubrata Mandal's car)? এই প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (PIL filed in Calcutta High Court)৷

why-red-beacons-not-removed-from-anubrata-mandals-car-pil-filed-in-calcutta-high-court
অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে
author img

By

Published : Apr 29, 2022, 12:36 PM IST

Updated : Apr 29, 2022, 3:45 PM IST

কলকাতা, 29 এপ্রিল: অনুব্রত মণ্ডলের গাড়ির লালবাতি কেন এখনও খোলা হয়নি (PIL filed in Calcutta High Court)? নোটিস দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কেন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি ? এই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সেলের আইনজীবী (Red beacons in Anubrata Mandal's car)।

গত বছর ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি লালবাতি লাগানো গাড়ি-সহ ধরা পড়ার পর রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল কারা কোন রঙের বাতি লাগানো গাড়ি চড়তে পারবেন । সেই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোট 19 রকমের পদাধিকারী তাঁদের গাড়িতে কী ধরনের বাতি ব্যবহার করতে পারবেন তা স্পষ্ট করে বলে দেওয়া হয় ।

আরও পড়ুন: Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2

বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলা হয়েছিল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, রাজ্যের পূর্ণমন্ত্রী, বিরোধী দলনেতা এবং হাইকোর্টের বাকি বিচারপতিরা ফ্ল্যাশ-সহ লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন । এ ছাড়া লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা গেলেও সেই বাতিতে কোনও ফ্ল্যাশলাইট থাকবে না । যাঁরা তা ব্যবহার করবেন সেই তালিকায় রয়েছেন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা । এ বাদে বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা শহরের মেয়র এবং রাজ্য সরকারের মুখ্যসচিব এই গাড়ি ব্যবহার করতে পারবেন । অনুব্রত মণ্ডল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি । তিনি কী ভাবে লালবাতি ব্যবহার করেন ? সেই প্রশ্ন তুলেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (Anubrata Mandal news)।

অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

আরও পড়ুন: CBI Letter to Passport Office : সত্যিই কি পাসপোর্ট নেই অনুব্রতর ? জানতে চিঠি সিবিআইয়ের

কলকাতা, 29 এপ্রিল: অনুব্রত মণ্ডলের গাড়ির লালবাতি কেন এখনও খোলা হয়নি (PIL filed in Calcutta High Court)? নোটিস দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কেন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি ? এই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সেলের আইনজীবী (Red beacons in Anubrata Mandal's car)।

গত বছর ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি লালবাতি লাগানো গাড়ি-সহ ধরা পড়ার পর রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল কারা কোন রঙের বাতি লাগানো গাড়ি চড়তে পারবেন । সেই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোট 19 রকমের পদাধিকারী তাঁদের গাড়িতে কী ধরনের বাতি ব্যবহার করতে পারবেন তা স্পষ্ট করে বলে দেওয়া হয় ।

আরও পড়ুন: Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2

বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলা হয়েছিল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, রাজ্যের পূর্ণমন্ত্রী, বিরোধী দলনেতা এবং হাইকোর্টের বাকি বিচারপতিরা ফ্ল্যাশ-সহ লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন । এ ছাড়া লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা গেলেও সেই বাতিতে কোনও ফ্ল্যাশলাইট থাকবে না । যাঁরা তা ব্যবহার করবেন সেই তালিকায় রয়েছেন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা । এ বাদে বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা শহরের মেয়র এবং রাজ্য সরকারের মুখ্যসচিব এই গাড়ি ব্যবহার করতে পারবেন । অনুব্রত মণ্ডল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি । তিনি কী ভাবে লালবাতি ব্যবহার করেন ? সেই প্রশ্ন তুলেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (Anubrata Mandal news)।

অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

আরও পড়ুন: CBI Letter to Passport Office : সত্যিই কি পাসপোর্ট নেই অনুব্রতর ? জানতে চিঠি সিবিআইয়ের

Last Updated : Apr 29, 2022, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.