ETV Bharat / city

KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের - Kolkata Mayor Firhad Hakim

গত কয়েকমাস ধরেই কলকাতা পৌরনগমের বেহাল আর্থিক অবস্থা নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে ৷ খরচ কমাতে নানা সিদ্ধান্তও নিয়েছে পৌরনিগম ৷ তার পরও ইফতার পার্টি ও দুর্গাপুজো সংক্রান্ত একটি সংবর্ধনা ঘিরে এলাহি আয়োজন করা হচ্ছে কেন ? উঠছে প্রশ্ন (why is kmc organising religious programme despite its bad economic condition) ৷

why is kmc organising religious programme despite its bad economic condition
KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Apr 20, 2022, 9:27 PM IST

কলকাতা, 20 এপ্রিল : কোষাগারের অবস্থা ভালো নয় ৷ তা সত্ত্বেও ধর্মপ্রাণ মানুষকে আনন্দের ছোঁয়া দিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । কর্তৃপক্ষ তাই করোনার জন্য দু'বছর ধরে বন্ধ থাকা ইফতার অনুষ্ঠান এবারে ফের মহাসমারোহে করতে চলেছে । কলকাতা পৌরনিগমের পাক সার্কাস ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim)-সহ বিভিন্ন ধর্মের মানুষ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এর জন্য পাক সার্কাস ময়দান সুসজ্জিত করা থেকে শুরু করে বিরাট খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে । পার্ক সার্কাস মোড়ে একটি নামজাদা রেস্তরাঁকে খাবারের বরাত দেওয়া হয়েছে । সব মিলিয়ে এই ইফতারে প্রায় 7 হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে । গোটা অনুষ্ঠানে বাজেট দাঁড়িয়েছে কমবেশি 90 লক্ষ টাকা । ফল থেকে শুরু করে চিকেন চাপ, বেবি নান, হালিম এমন নানা সুস্বাদু খাবার থাকছে তালিকায় ।

why is kmc organising religious programme despite its bad economic condition
কলকাতা পৌরনিগমের ইফতার পার্টির আমন্ত্রণপত্র

তবে এই বিরাট খরচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন । অনেকেই বলছেন, কলকাতা পৌরনিগমের কোষাগারের হাল খারাপ হওয়ার দরুণ চুক্তিভিত্তিক থেকে শুরু করে 100 দিনের কাজে যুক্ত কর্মীদের বেতন সমস্যার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মীদের সুযোগ-সুবিধা এমনকি পেনশনের টাকা দিয়ে উঠতে পারছে না পৌরনিগম । বর্তমান পৌর বোর্ড প্রায় বছর দুয়েক ধরে উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের খাতে যে সমস্ত কাজ ঠিকাদাররা করেছে, সেই টাকাও কলকাতা পৌরনিগম মেটাতে পারেনি অনেকাংশে । এই পরিস্থিতির মধ্যে ধর্মীয় অনুষ্ঠানে পৌর কোষাগারের এই বিপুল টাকা খরচ নিয়েই তাঁরা প্রশ্ন তুলছেন ।

উল্লেখ্য, শুধু ইফতার নয়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার দুর্গাপুজো এক অন্যতম স্থানে পৌঁছেছে । যার জেরে ইউনেস্কো বাংলা দুর্গাপুজোকে হেরিটেজ তকমাও দিয়েছে ৷ সেই স্বীকৃতি পাওয়ার পর আগামী 22 তারিখ কলকাতা পৌরসভার তরফ থেকে টাউনহলে এক অনুষ্ঠানে ইউনেস্কোর নয়াদিল্লির ডিরেক্টর এরিকফলকে কলকাতা পৌরসভার তরফের সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়েছে ।

KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের

পাশাপাশি ইউনেস্কো স্বীকৃতি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, করোনা আবহে বিগত কয়েক বছর বাংলায় দুর্গাপুজো সেভাবে হয়ে ওঠেনি । এবছরে এই দুর্গাপুজো এক অন্য মাত্রায় উৎসব পালিত হবে । তার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে । আর সেই পথে হেঁটেই কলকাতা পৌরনিগম পরিকল্পনা করছে, কিভাবে এই স্বীকৃতি উপযুক্ত সম্মান কলকাতার মানুষ ইউনেস্কো এবং বিশ্বের দরবারে কাছে দুর্গাপুজোর মাধ্যমে তুলে ধরে ।

এই বিষয়ে কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, যতই আর্থিক অবস্থা খারাপ হোক ৷ তবু ঈদ অথবা দুর্গাপুজোর মতো উৎসবে বাবা-মা চেষ্টা করেন ছেলেমেয়েকে ভালো জামা কাপড় পরানোর । তার কারণ আনন্দ, তার কারণ খুশি রাখা । কলকাতা পৌরসভার এমন দৈন্যদশার নেই যে একটা অনুষ্ঠান করতে পারবে না । কলকাতায় নানা ধর্মের মানুষ আছেন, তাই পৌরসভা বিভিন্ন ধর্মের উৎসব সেই ধর্মের মানুষজন যাতে একটু খুশি হন এবং সেই ব্যবস্থাই করে ।

আরও পড়ুন : KMC Expenditure : খরচে রাশ টানতে কমিটি গড়ল কলকাতা পৌরনিগম, মেয়র পারিষদরা পাবেন ট্যাবের টাকা

কলকাতা, 20 এপ্রিল : কোষাগারের অবস্থা ভালো নয় ৷ তা সত্ত্বেও ধর্মপ্রাণ মানুষকে আনন্দের ছোঁয়া দিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । কর্তৃপক্ষ তাই করোনার জন্য দু'বছর ধরে বন্ধ থাকা ইফতার অনুষ্ঠান এবারে ফের মহাসমারোহে করতে চলেছে । কলকাতা পৌরনিগমের পাক সার্কাস ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim)-সহ বিভিন্ন ধর্মের মানুষ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এর জন্য পাক সার্কাস ময়দান সুসজ্জিত করা থেকে শুরু করে বিরাট খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে । পার্ক সার্কাস মোড়ে একটি নামজাদা রেস্তরাঁকে খাবারের বরাত দেওয়া হয়েছে । সব মিলিয়ে এই ইফতারে প্রায় 7 হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে । গোটা অনুষ্ঠানে বাজেট দাঁড়িয়েছে কমবেশি 90 লক্ষ টাকা । ফল থেকে শুরু করে চিকেন চাপ, বেবি নান, হালিম এমন নানা সুস্বাদু খাবার থাকছে তালিকায় ।

why is kmc organising religious programme despite its bad economic condition
কলকাতা পৌরনিগমের ইফতার পার্টির আমন্ত্রণপত্র

তবে এই বিরাট খরচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন । অনেকেই বলছেন, কলকাতা পৌরনিগমের কোষাগারের হাল খারাপ হওয়ার দরুণ চুক্তিভিত্তিক থেকে শুরু করে 100 দিনের কাজে যুক্ত কর্মীদের বেতন সমস্যার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মীদের সুযোগ-সুবিধা এমনকি পেনশনের টাকা দিয়ে উঠতে পারছে না পৌরনিগম । বর্তমান পৌর বোর্ড প্রায় বছর দুয়েক ধরে উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের খাতে যে সমস্ত কাজ ঠিকাদাররা করেছে, সেই টাকাও কলকাতা পৌরনিগম মেটাতে পারেনি অনেকাংশে । এই পরিস্থিতির মধ্যে ধর্মীয় অনুষ্ঠানে পৌর কোষাগারের এই বিপুল টাকা খরচ নিয়েই তাঁরা প্রশ্ন তুলছেন ।

উল্লেখ্য, শুধু ইফতার নয়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার দুর্গাপুজো এক অন্যতম স্থানে পৌঁছেছে । যার জেরে ইউনেস্কো বাংলা দুর্গাপুজোকে হেরিটেজ তকমাও দিয়েছে ৷ সেই স্বীকৃতি পাওয়ার পর আগামী 22 তারিখ কলকাতা পৌরসভার তরফ থেকে টাউনহলে এক অনুষ্ঠানে ইউনেস্কোর নয়াদিল্লির ডিরেক্টর এরিকফলকে কলকাতা পৌরসভার তরফের সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়েছে ।

KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের

পাশাপাশি ইউনেস্কো স্বীকৃতি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, করোনা আবহে বিগত কয়েক বছর বাংলায় দুর্গাপুজো সেভাবে হয়ে ওঠেনি । এবছরে এই দুর্গাপুজো এক অন্য মাত্রায় উৎসব পালিত হবে । তার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে । আর সেই পথে হেঁটেই কলকাতা পৌরনিগম পরিকল্পনা করছে, কিভাবে এই স্বীকৃতি উপযুক্ত সম্মান কলকাতার মানুষ ইউনেস্কো এবং বিশ্বের দরবারে কাছে দুর্গাপুজোর মাধ্যমে তুলে ধরে ।

এই বিষয়ে কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, যতই আর্থিক অবস্থা খারাপ হোক ৷ তবু ঈদ অথবা দুর্গাপুজোর মতো উৎসবে বাবা-মা চেষ্টা করেন ছেলেমেয়েকে ভালো জামা কাপড় পরানোর । তার কারণ আনন্দ, তার কারণ খুশি রাখা । কলকাতা পৌরসভার এমন দৈন্যদশার নেই যে একটা অনুষ্ঠান করতে পারবে না । কলকাতায় নানা ধর্মের মানুষ আছেন, তাই পৌরসভা বিভিন্ন ধর্মের উৎসব সেই ধর্মের মানুষজন যাতে একটু খুশি হন এবং সেই ব্যবস্থাই করে ।

আরও পড়ুন : KMC Expenditure : খরচে রাশ টানতে কমিটি গড়ল কলকাতা পৌরনিগম, মেয়র পারিষদরা পাবেন ট্যাবের টাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.