কলকাতা, 28 এপ্রিল : অর্জুন সিংও কি এবার বিজেপি ছাড়তে চলেছেন (Will Arjun Singh Left BJP) ? তাহলে কি তিনি এবার তৃণমূলের পথে পা বাড়িয়েছেন (Will Arjun Singh Rejoin TMC) ? আচমকাই এই প্রশ্নগুলি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ৷ কারণ, সাম্প্রতিক কালে পাটশিল্পের বেহাল অবস্থা নিয়ে তাঁর কিছু মন্তব্য ৷ যেখানে তাঁকে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকারের (Narendra Modi Government) বিরুদ্ধেও মন্তব্য করতে দেখা গিয়েছে ৷
উত্তর 24 পরগনার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Barackpur BJP MP Arjun Singh) ৷ সাংসদ হওয়ার আগে তিনি ছিলেন ভাটপাড়ার বিধায়ক ৷ সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দলেই ছিলেন ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের আগে আচমকা দলবদল করেন তিনি ৷ যোগ দেন বিজেপিতে ৷ তার পর ব্যারাকপুরে বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ হন ৷
তার পর থেকে তাঁকে কখনও বেসুরো হতে দেখা যায়নি ৷ যার ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন আগে ৷ শুধু প্রকাশ্যে মন্তব্য করাই নয়, বিজেপির অন্দরেও নাকি অর্জুনের গতিবিধি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ গেরুয়া শিবিরের একটি সূত্রের খবর, সম্প্রতি কলকাতা জোনের বৈঠকেও অংশ নেননি অর্জুন সিং । 2 মে কলকাতায় বিজেপির মহামিছিল । সেই মিছিলের প্রস্তুতি হিসাবে একটি বৈঠক হয় । সেই বৈঠকে অর্জুন সিং অংশ নেননি ।
তাছাড়া কলকাতায় থাকলে তিনি নিয়ম করে বিজেপির সদর কার্যালয়ে আসেন । কিন্ত গত 5 দিন তিনি মুরলিধর সেন লেনের কার্যালয়েও আসেননি । আর এর পরই অর্জুন সিং কে নিয়ে বিজেপির অন্দরে চলছে জোর জল্পনা । তা হলে অর্জুন সিং কী তৃণমূলে যোগদান করছে ?
কিন্তু কেন এই পরিস্থিতি ? হঠাৎ কেন ‘অভিমান’ ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম এই হেভিওয়েট তৃণমূল নেতার ৷ বিজেপির সূত্রে খবর, অর্জুন সিং-কে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করার জন্য রাজ্য নেতৃত্ব প্রস্তাব পাঠিয়েছিল । সেই প্রস্তাব অনুমোদন করেনি কেন্দ্র ৷ তাই পাটের দাম নিয়ে মুখ খুলেছেন অর্জুন ৷ এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেবেন বলে জানিয়েছেন ৷ তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ও জুট কমিশনারের ভূমিকায় ক্ষুব্ধ অর্জুন । তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন ৷ জুট কমিশনারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ।
প্রশ্ন উঠছে, কেন এমন অবস্থান নিচ্ছেন অর্জুন সিং ? তবে কি তিনি বিজেপি ছাড়তে পারেন ? ফিরতে পারেন তৃণমূলে ? স্বাভাবিকভাবেই তাই রাজনৈতিক মহল অর্জুনের ভবিষ্যৎ লক্ষ্য কি হতে চলেছে, সেই দিকে তাকিয়ে রয়েছে ৷
কিন্তু এত জল্পনা যাঁকে ঘিরে, তিনি অবশ্য নতুন কোনও বিতর্কিত মন্তব্য করেননি এই বিষয়ে ৷ বরং বলেছেন, ‘‘আমরা জনপ্রতিনিধি । আমরা যদি সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলি তখনও নানা প্রশ্ন ওঠে । আমি কোনও মন্তব্য করব না ৷"
আরও পড়ুন : Arjun Singh on Jute Industry : পাটশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অর্জুন