ETV Bharat / city

মহানগরের রাজপথে আন্দোলনে নেমে কেন ছন্নছাড়া অবস্থা হল বিজেপির ? - fake covid vaccine news

কলকাতা পুরনিগম ঘেরাও কর্মসূচি ডেকেছিল বিজেপি ৷ কিন্তু তা কার্যত শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল ৷ কেন এমন হল ?

why-bjp-rally-ends-almost-before-start-at-kolkata
মহানগরের রাজপথে আন্দোলনে নেমে কেন ছন্নছাড়া অবস্থা হল বিজেপির ?
author img

By

Published : Jul 5, 2021, 8:27 PM IST

Updated : Jul 5, 2021, 10:47 PM IST

কলকাতা, 5 জুলাই : গত শুক্রবার সকলকে চমকে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ রাজ্যের মানুষ যখন বিধানসভার দিকে তাকিয়েছিলেন রাজ্যপালের অবস্থান কী হয় দেখার জন্য, তখন বিজেপির বিক্ষোভে অধিবেশনের প্রথম দিন ভণ্ডুল হয়ে যাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই বিক্ষোভের পিছনে যথেষ্ট পরিকল্পনার ছাপ দেখা গিয়েছে ৷ বিধায়কদের কেউ কেউ পরে জানান যে, তাঁদের রীতিমতো শিখিয়ে দেওয়া হয়েছিল যে ঠিক কী কী করতে হবে ৷ বিধানসভার অন্দরে বিজেপির এই আন্দোলন দেখে রাজনৈতিক বিশ্লেষকদের কারও কারও মনে হয়েছিল, এভাবেই আগামী পাঁচ বছরে তৃণমূল বিরোধিতা চরমে নিয়ে যাবে বিজেপি ৷

আরও পড়ুন : বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

কিন্তু তিনদিন কাটতেই ধরা পড়ল একেবারে উল্টো ছবি ৷ আগে থেকে ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই কার্যত শেষ হয়ে গেল ৷ সোমবার বিজেপির তরফে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই কারণে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ৷ সেই মিছিল গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউতে আসতে পুলিশ আটকে দেয় ৷

কিছুক্ষণের মধ্যেই রণেভঙ্গ দেয় বিজেপি ৷ কয়েকজনকে আটক করা হয় ৷ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ আর নেতাদের অধিকাংশই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে দাগতে পার্টি অফিসে ফিরে যান ৷

মহানগরের রাজপথে আন্দোলনে নেমে কেন ছন্নছাড়া অবস্থা হল বিজেপির ?

আরও পড়ুন : দিদির কাছে দাদা, ‘দুঃখিত’ বোন

প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কেন হল ? শুক্রবার বিধানসভার অন্দরে ঝাঁঝালো বিরোধিতা করা সত্ত্বেও সোমবার রাস্তায় নামার পর সেই ঝাঁঝের ছিটেফোঁটা দেখা গেল না কেন ? দলের অন্দরে কি নেতৃত্ব সংকট তৈরি হয়েছে ? অন্য কোনও নেতার প্রতি আনুগত্য বেড়ে গিয়েছি কর্মীদের ? রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কি দলের উপর রাশ কমতে শুরু করেছে ?

যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, করোনাবিধির কথা মাথায় রেখে ছোট আকারে এই কর্মসূচি আয়োজন করা হয় ৷ বিনা কারণে শান্তিপূর্ণ প্রতিবাদকে লাঠি চালিয়ে উত্তেজনা তৈরি করা হয়েছে ৷ হিংসা, অশান্তি করার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না ৷ যা হয়েছে পুলিশের জন্য হয়েছে ৷

কলকাতা, 5 জুলাই : গত শুক্রবার সকলকে চমকে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ রাজ্যের মানুষ যখন বিধানসভার দিকে তাকিয়েছিলেন রাজ্যপালের অবস্থান কী হয় দেখার জন্য, তখন বিজেপির বিক্ষোভে অধিবেশনের প্রথম দিন ভণ্ডুল হয়ে যাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই বিক্ষোভের পিছনে যথেষ্ট পরিকল্পনার ছাপ দেখা গিয়েছে ৷ বিধায়কদের কেউ কেউ পরে জানান যে, তাঁদের রীতিমতো শিখিয়ে দেওয়া হয়েছিল যে ঠিক কী কী করতে হবে ৷ বিধানসভার অন্দরে বিজেপির এই আন্দোলন দেখে রাজনৈতিক বিশ্লেষকদের কারও কারও মনে হয়েছিল, এভাবেই আগামী পাঁচ বছরে তৃণমূল বিরোধিতা চরমে নিয়ে যাবে বিজেপি ৷

আরও পড়ুন : বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

কিন্তু তিনদিন কাটতেই ধরা পড়ল একেবারে উল্টো ছবি ৷ আগে থেকে ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই কার্যত শেষ হয়ে গেল ৷ সোমবার বিজেপির তরফে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই কারণে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ৷ সেই মিছিল গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউতে আসতে পুলিশ আটকে দেয় ৷

কিছুক্ষণের মধ্যেই রণেভঙ্গ দেয় বিজেপি ৷ কয়েকজনকে আটক করা হয় ৷ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ আর নেতাদের অধিকাংশই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে দাগতে পার্টি অফিসে ফিরে যান ৷

মহানগরের রাজপথে আন্দোলনে নেমে কেন ছন্নছাড়া অবস্থা হল বিজেপির ?

আরও পড়ুন : দিদির কাছে দাদা, ‘দুঃখিত’ বোন

প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কেন হল ? শুক্রবার বিধানসভার অন্দরে ঝাঁঝালো বিরোধিতা করা সত্ত্বেও সোমবার রাস্তায় নামার পর সেই ঝাঁঝের ছিটেফোঁটা দেখা গেল না কেন ? দলের অন্দরে কি নেতৃত্ব সংকট তৈরি হয়েছে ? অন্য কোনও নেতার প্রতি আনুগত্য বেড়ে গিয়েছি কর্মীদের ? রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কি দলের উপর রাশ কমতে শুরু করেছে ?

যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, করোনাবিধির কথা মাথায় রেখে ছোট আকারে এই কর্মসূচি আয়োজন করা হয় ৷ বিনা কারণে শান্তিপূর্ণ প্রতিবাদকে লাঠি চালিয়ে উত্তেজনা তৈরি করা হয়েছে ৷ হিংসা, অশান্তি করার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না ৷ যা হয়েছে পুলিশের জন্য হয়েছে ৷

Last Updated : Jul 5, 2021, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.