ETV Bharat / city

Arjun Singh Security: অর্জুনের জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন প্রত্যাহার ? স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের

author img

By

Published : Jul 8, 2022, 2:41 PM IST

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh Security) জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন প্রত্যাহার করা হল তা জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC asks report from MHA)৷

why-arjun-singhs-z-category-security-withdrawn-calcutta-hc-asks-report-from-mha
অর্জুনের জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন প্রত্যাহার ? স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 8 জুলাই: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নিরাপত্তা (Arjun Singh Security) কেন প্রত্যাহার করা হল, আগামী 10 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

এ দিন মামলার শুনানিতে অর্জুন সিংহের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "আমার মক্কেল একজন বিজেপির সাংসদ । কয়েকদিন আগে কিছু তৃণমূল নেতার সঙ্গে দেখা করেছিলেন ৷ তার জন্য 5 জুলাই 2022-এ তাঁকে একটি নোটিশ দেওয়া হয় । 6 জুলাই জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার করা হয় । তিনি একজন জনপ্রতিনিধি ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Arjun Singh's Z category security withdrawn) তরফে আইনজীবী বিল্বদল ভট্রাচার্য বলেন, "রাজ্যেরই নিরাপত্তা দেওয়ার কথা । পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয় । আগে রাজ্য নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল বলেই কেন্দ্র তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছিল । এই মুহূর্তে তাঁর (অর্জুন) বিরুদ্ধে কোনও রকম নিরাপত্তা সংক্রান্ত ভীতি বা হুমকি আছে বলে কেন্দ্রের মনে হয়নি । সেই কারণে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে । যে ব্যক্তি অর্জুন সিংকে হুমকি দিচ্ছিলেন তিনি এখন জেলে । পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের ।"

আরও পড়ুন: নিরাপত্তা প্রত্যাহারে ক্ষুব্ধ অর্জুন, মামলা দায়েরের অনুমতি আদালতের

বিচারপতি জানতে চান, "তার মানে অর্জুন সিং-এর উপর কোনও হুমকি বা ভীতির ব্যাপার নেই ?"

রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় বলেন, "কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হোক । তারা নিরাপত্তা দিয়েছিল, কেন তা প্রত্যাহার করা হল সেটা জানাক তারা ।"

দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি বলেন, "নিরাপত্তা বিষয়টি নির্ভর করে হুমকি বা ভয় আছে কি না তার উপর । রাজনৈতিক দলের সঙ্গে নিরাপত্তার বিষয়ের কোনও যোগ নেই । কেন্দ্র রিপোর্ট দিক তাদের বক্তব্য জানিয়ে ।"

রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় ফের বলেন, "70 জনের বেশি বিধায়ক এবং বিভিন্ন পদাধিকারীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে । কেন একজন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হল সেটা কেন্দ্র জানাক ।" মামলাকারীর তরফে সপ্তাংশু বসু তখন বলেন, "এই মুহূর্তে তিনি নিরাপত্তাহীন ।" বিচারপতি টিপ্পনী কেটে বলেন, "এই ধরনের রাজনৈতিক নেতাদের সব সময় 100 জন লোক অন্তত ঘিরে রাখে ।"

তারপরই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশে বলেন, কেন অর্জুন সিং-এর নিরাপত্তা প্রত্যাহার করা হল, এ ব্যাপারে 10 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট দিক । 20 জুলাই এই মামলার পরবর্তী শুনানি । এই মুহূর্তে রাজ্য অর্জুন সিং-এর নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে ।

কলকাতা, 8 জুলাই: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নিরাপত্তা (Arjun Singh Security) কেন প্রত্যাহার করা হল, আগামী 10 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

এ দিন মামলার শুনানিতে অর্জুন সিংহের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "আমার মক্কেল একজন বিজেপির সাংসদ । কয়েকদিন আগে কিছু তৃণমূল নেতার সঙ্গে দেখা করেছিলেন ৷ তার জন্য 5 জুলাই 2022-এ তাঁকে একটি নোটিশ দেওয়া হয় । 6 জুলাই জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার করা হয় । তিনি একজন জনপ্রতিনিধি ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Arjun Singh's Z category security withdrawn) তরফে আইনজীবী বিল্বদল ভট্রাচার্য বলেন, "রাজ্যেরই নিরাপত্তা দেওয়ার কথা । পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয় । আগে রাজ্য নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল বলেই কেন্দ্র তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছিল । এই মুহূর্তে তাঁর (অর্জুন) বিরুদ্ধে কোনও রকম নিরাপত্তা সংক্রান্ত ভীতি বা হুমকি আছে বলে কেন্দ্রের মনে হয়নি । সেই কারণে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে । যে ব্যক্তি অর্জুন সিংকে হুমকি দিচ্ছিলেন তিনি এখন জেলে । পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের ।"

আরও পড়ুন: নিরাপত্তা প্রত্যাহারে ক্ষুব্ধ অর্জুন, মামলা দায়েরের অনুমতি আদালতের

বিচারপতি জানতে চান, "তার মানে অর্জুন সিং-এর উপর কোনও হুমকি বা ভীতির ব্যাপার নেই ?"

রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় বলেন, "কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হোক । তারা নিরাপত্তা দিয়েছিল, কেন তা প্রত্যাহার করা হল সেটা জানাক তারা ।"

দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি বলেন, "নিরাপত্তা বিষয়টি নির্ভর করে হুমকি বা ভয় আছে কি না তার উপর । রাজনৈতিক দলের সঙ্গে নিরাপত্তার বিষয়ের কোনও যোগ নেই । কেন্দ্র রিপোর্ট দিক তাদের বক্তব্য জানিয়ে ।"

রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় ফের বলেন, "70 জনের বেশি বিধায়ক এবং বিভিন্ন পদাধিকারীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে । কেন একজন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হল সেটা কেন্দ্র জানাক ।" মামলাকারীর তরফে সপ্তাংশু বসু তখন বলেন, "এই মুহূর্তে তিনি নিরাপত্তাহীন ।" বিচারপতি টিপ্পনী কেটে বলেন, "এই ধরনের রাজনৈতিক নেতাদের সব সময় 100 জন লোক অন্তত ঘিরে রাখে ।"

তারপরই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশে বলেন, কেন অর্জুন সিং-এর নিরাপত্তা প্রত্যাহার করা হল, এ ব্যাপারে 10 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট দিক । 20 জুলাই এই মামলার পরবর্তী শুনানি । এই মুহূর্তে রাজ্য অর্জুন সিং-এর নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.