কলকাতা, 5 জুন: নব সংকল্প শিবিরের প্রথম দিনে দলের নিচুতলার নেতাদের সামনে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা (Congress Chintan camp)। সর্বভারতীয় স্তরে ইতিমধ্যে জাতীয় কংগ্রেসের নব সংকল্প শিবির আয়োজিত হয়েছে । রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এই শিবিরের পরে রাজ্যস্তরে শিবির আয়োজিত হচ্ছে । শনিবার এবং রবিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আয়োজিত শিবিরের প্রথম দিনেই নিচুতলার কর্মীদের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন নেতৃত্ব ।
এ দিন উপস্থিত ছিলেন এআইসিসির পর্যবেক্ষক এ চেল্লাকুমার । তাঁর সামনে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয় । কৌস্তভ বাগচীর মতো সদস্যরা শীর্ষ নেতৃত্বের কাছে জানতে চান, কে তাঁদের বন্ধু । গিনিপিগ পরিস্থিতির মধ্যে তাঁরা আর পড়তে রাজি নন । তৃণমুল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁদের অবস্থান স্পষ্ট হওয়া দরকার । রাজ্য নেতৃত্বের এই ব্যাপারে বক্তব্য কী তা পরিস্কার করা দরকার । এই সব প্রশ্নের উত্তর দিতে পারেননি শীর্ষ নেতৃত্ব (friend of Congress)।
আরও পড়ুন: Bharat Singh Solanki : কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কিকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরলেন স্ত্রী
তবে কর্মীরা যাতে মনক্ষুণ্ণ না হন, তাঁদের সমস্যায় পড়তে না হয়, সেই ব্যাপারে নেতৃত্ব অবশ্যই দেখবে বলে আশ্বাস দিয়েছে । কোনও সন্দেহ নেই বিরোধী রাজনীতিতেও রাজ্য কংগ্রেস পিছিয়ে পড়ছে । তাই আগামী দিনে ঘুরে দাঁড়াতে কংগ্রেস উদ্যোগ নিতে চায় । এই শিবির তারই অঙ্গ । রাস্তায় নেমে আন্দোলনের কথাও বলা হচ্ছে ।