ETV Bharat / city

Congress Chintan camp: রাজ্য কংগ্রেসের নীতি কী, বন্ধু কে ? কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

রাজ্য কংগ্রেসের নীতি কী, বন্ধু কে (friend of Congress)? নব সংকল্প শিবিরের প্রথম দিনে নিচুতলার কর্মীদের এই প্রশ্নের মুখে পড়তে হল শীর্ষ নেতৃত্বকে (Congress Chintan camp)৷

who is the friend of Congress workers asks senior leaders at Chintan camp
থাম্বনেইল
author img

By

Published : Jun 5, 2022, 8:44 AM IST

Updated : Jun 5, 2022, 9:04 AM IST

কলকাতা, 5 জুন: নব সংকল্প শিবিরের প্রথম দিনে দলের নিচুতলার নেতাদের সামনে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা (Congress Chintan camp)। সর্বভারতীয় স্তরে ইতিমধ্যে জাতীয় কংগ্রেসের নব সংকল্প শিবির আয়োজিত হয়েছে । রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এই শিবিরের পরে রাজ্যস্তরে শিবির আয়োজিত হচ্ছে । শনিবার এবং রবিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আয়োজিত শিবিরের প্রথম দিনেই নিচুতলার কর্মীদের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন নেতৃত্ব ।

এ দিন উপস্থিত ছিলেন এআইসিসির পর্যবেক্ষক এ চেল্লাকুমার । তাঁর সামনে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয় । কৌস্তভ বাগচীর মতো সদস্যরা শীর্ষ নেতৃত্বের কাছে জানতে চান, কে তাঁদের বন্ধু । গিনিপিগ পরিস্থিতির মধ্যে তাঁরা আর পড়তে রাজি নন । তৃণমুল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁদের অবস্থান স্পষ্ট হওয়া দরকার । রাজ্য নেতৃত্বের এই ব্যাপারে বক্তব্য কী তা পরিস্কার করা দরকার । এই সব প্রশ্নের উত্তর দিতে পারেননি শীর্ষ নেতৃত্ব (friend of Congress)।

আরও পড়ুন: Bharat Singh Solanki : কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কিকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরলেন স্ত্রী

তবে কর্মীরা যাতে মনক্ষুণ্ণ না হন, তাঁদের সমস্যায় পড়তে না হয়, সেই ব্যাপারে নেতৃত্ব অবশ্যই দেখবে বলে আশ্বাস দিয়েছে । কোনও সন্দেহ নেই বিরোধী রাজনীতিতেও রাজ্য কংগ্রেস পিছিয়ে পড়ছে । তাই আগামী দিনে ঘুরে দাঁড়াতে কংগ্রেস উদ্যোগ নিতে চায় । এই শিবির তারই অঙ্গ । রাস্তায় নেমে আন্দোলনের কথাও বলা হচ্ছে ।

কলকাতা, 5 জুন: নব সংকল্প শিবিরের প্রথম দিনে দলের নিচুতলার নেতাদের সামনে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা (Congress Chintan camp)। সর্বভারতীয় স্তরে ইতিমধ্যে জাতীয় কংগ্রেসের নব সংকল্প শিবির আয়োজিত হয়েছে । রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এই শিবিরের পরে রাজ্যস্তরে শিবির আয়োজিত হচ্ছে । শনিবার এবং রবিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আয়োজিত শিবিরের প্রথম দিনেই নিচুতলার কর্মীদের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন নেতৃত্ব ।

এ দিন উপস্থিত ছিলেন এআইসিসির পর্যবেক্ষক এ চেল্লাকুমার । তাঁর সামনে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয় । কৌস্তভ বাগচীর মতো সদস্যরা শীর্ষ নেতৃত্বের কাছে জানতে চান, কে তাঁদের বন্ধু । গিনিপিগ পরিস্থিতির মধ্যে তাঁরা আর পড়তে রাজি নন । তৃণমুল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁদের অবস্থান স্পষ্ট হওয়া দরকার । রাজ্য নেতৃত্বের এই ব্যাপারে বক্তব্য কী তা পরিস্কার করা দরকার । এই সব প্রশ্নের উত্তর দিতে পারেননি শীর্ষ নেতৃত্ব (friend of Congress)।

আরও পড়ুন: Bharat Singh Solanki : কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কিকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরলেন স্ত্রী

তবে কর্মীরা যাতে মনক্ষুণ্ণ না হন, তাঁদের সমস্যায় পড়তে না হয়, সেই ব্যাপারে নেতৃত্ব অবশ্যই দেখবে বলে আশ্বাস দিয়েছে । কোনও সন্দেহ নেই বিরোধী রাজনীতিতেও রাজ্য কংগ্রেস পিছিয়ে পড়ছে । তাই আগামী দিনে ঘুরে দাঁড়াতে কংগ্রেস উদ্যোগ নিতে চায় । এই শিবির তারই অঙ্গ । রাস্তায় নেমে আন্দোলনের কথাও বলা হচ্ছে ।

Last Updated : Jun 5, 2022, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.