ETV Bharat / city

Coal Smuggling Case: দিল্লিতে বাংলার আইপিএসদের থেকে কী জানতে চায় ইডি ? - Coal Smuggling Case

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) রাজ্য পুলিশের আট শীর্ষ আধিকারিককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাঁদের থেকে ঠিক কী জানতে চায় ইডি ?

what ED Wants to know from Bengal IPS in Coal Smuggling Case
Coal Smuggling Case: দিল্লিতে বাংলার আইপিএসদের থেকে কী জানতে চায় ইডি ?
author img

By

Published : Aug 11, 2022, 9:25 PM IST

কলকাতা, 11 অগস্ট : রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইতিমধ্যেই রাজ্য পুলিশের আট জন আইপিএস আধিকারিক-সহ বেশ কয়েকজন আমলাকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টেডের (Enforcement Directorate) সদর দফতরে তলব করা হয়েছে । তাঁদের মধ্যে নাম রয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের এডিজি (এসটিএফ) জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন-সহ একাধিক আইপিএস আধিকারিকের ৷

ইডি সূত্রে জানা যাচ্ছে, জ্ঞানবন্ত সিংয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে যে যখন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন, সেই সময় কয়লা পাচারের কোনও তথ্য তাঁর কাছে এসেছিল কি না ? আসানসোল, রানিগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া জেলার এসপিরা তাঁকে কয়লা পাচার সংক্রান্ত কোনও রিপোর্ট দিয়েছিলেন কি না ? তিনি সেই সময় এই নিয়ে কী কী ব্যবস্থা নিয়েছিলেন ?

রাজ্য পুলিশের আরও এক আধিকারিক এস সেলভামুরুগনকে আগামী 25 অগস্ট দিল্লিতে ডাকা হয়েছে । গোয়েন্দারা জানতে চাইছেন যে যখন তিনি ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার ছিলেন, সেই সময় তাঁর কাছে কয়লা পাচার কাণ্ডের কোনও তথ্য এসেছিল কি না ? এস সেলভামুরুগনকে এর আগে সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল । এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল ।

দিল্লিতে বাংলার আইপিএসদের থেকে কী জানতে চায় ইডি ?

সূত্রের খবর, কিন্তু তদন্ত নেমে জানতে পারা যায়, এই আইপিএস আধিকারিকের আয়ের বহির্ভূত একাধিক সম্পত্তি রয়েছে । সম্পত্তির উৎস কী, তা সঠিকভাবে জানতেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

এছাড়াও আগামী 23 অগস্ট দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে আইপিএস কোটেশ্বর রাওকে । দীর্ঘদিন ধরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার পদে ছিলেন তিনি । পাশাপাশি তিনি বাঁকুড়া জেলার পুলিশ সুপারের দায়িত্বও পালন করেছেন । বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচারের খবর ইতিমধ্যেই সামনে এসেছে । গোয়েন্দারা জানতে চাইবেন যে তিনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার এবং বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচার কাণ্ডের কোনও তথ্য জানতেন কি না ? এই সকল তথ্য যদি তিনি আগে থেকেই জেনে থাকতেন, তাহলে কোনও আইনি পদক্ষেপ নিয়েছিলেন কি না ?

আগামী 30 অগস্ট তথাগত বসুকে তলব করেছে ইডি । তাঁর কাছ থেকে ইডি জানতে চাইবে, যখন তিনি বিভিন্ন জেলার পুলিশ সুপারের দায়িত্ব ছিলেন সেই সময় কয়লা পাচারের ঘটনায় কোনও এফআইআর হয়েছিল কি না ? আগামী 26 অগস্ট দিল্লিতে ডাকা হয়েছে আইপিএস রাজীব মিশ্রকে । তিনি বর্তমানে এডিজি আইবি পদে রয়েছেন । ফলে রাজ্যে কয়লা পাচারের কোনও গোপন তথ্য তাঁর কাছে আদৌও এসে পৌঁছেছিল কি না, তা জানতে চাইবেন গোয়েন্দারা ৷ আর যদি এই প্রকারের কোনও অভিযোগ তাঁর কাছে এসে থাকে, তাহলে তিনি কী কী পদক্ষেপ করেছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি এই বিষয়ে অবগত করেছিলেন কি না, সেটাও জানতে চাওয়া হবে ।

এছাড়াও আগামী 29 অগস্ট ডাকা হয়েছে বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক সুকেশ জৈনকে । তদন্ত নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন রানিগঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল থেকে প্রচুর পরিমাণে কয়লা রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক হয়ে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত । ফলে তিনি ডিআইজি ট্রাফিক পদে থেকেও এই প্রকারের কোনও তথ্য জানতে পারেননি কেন, সেই প্রশ্ন ইডি তাঁকে করবে বলে খবর ৷

ইডি সূত্রে খবর, এই সকল আইপিএস আধিকারিক ছাড়াও আগামী 24 অগস্ট তলব করা হয়েছে শ্যাম সিংকে । এছাড়াও ভাস্কর মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে 31 অগস্ট । এই সকল আইপিএস আধিকারিকদের ছাড়াও রাজ্যের একাধিক আইএএস আমলাকেও তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

আরও পড়ুন : হেভিওয়েটদের গ্রেফতারিতে আচমকা কেন কৌশল বদল তদন্তকারীদের ?

কলকাতা, 11 অগস্ট : রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইতিমধ্যেই রাজ্য পুলিশের আট জন আইপিএস আধিকারিক-সহ বেশ কয়েকজন আমলাকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টেডের (Enforcement Directorate) সদর দফতরে তলব করা হয়েছে । তাঁদের মধ্যে নাম রয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের এডিজি (এসটিএফ) জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন-সহ একাধিক আইপিএস আধিকারিকের ৷

ইডি সূত্রে জানা যাচ্ছে, জ্ঞানবন্ত সিংয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে যে যখন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন, সেই সময় কয়লা পাচারের কোনও তথ্য তাঁর কাছে এসেছিল কি না ? আসানসোল, রানিগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া জেলার এসপিরা তাঁকে কয়লা পাচার সংক্রান্ত কোনও রিপোর্ট দিয়েছিলেন কি না ? তিনি সেই সময় এই নিয়ে কী কী ব্যবস্থা নিয়েছিলেন ?

রাজ্য পুলিশের আরও এক আধিকারিক এস সেলভামুরুগনকে আগামী 25 অগস্ট দিল্লিতে ডাকা হয়েছে । গোয়েন্দারা জানতে চাইছেন যে যখন তিনি ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার ছিলেন, সেই সময় তাঁর কাছে কয়লা পাচার কাণ্ডের কোনও তথ্য এসেছিল কি না ? এস সেলভামুরুগনকে এর আগে সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল । এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল ।

দিল্লিতে বাংলার আইপিএসদের থেকে কী জানতে চায় ইডি ?

সূত্রের খবর, কিন্তু তদন্ত নেমে জানতে পারা যায়, এই আইপিএস আধিকারিকের আয়ের বহির্ভূত একাধিক সম্পত্তি রয়েছে । সম্পত্তির উৎস কী, তা সঠিকভাবে জানতেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

এছাড়াও আগামী 23 অগস্ট দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে আইপিএস কোটেশ্বর রাওকে । দীর্ঘদিন ধরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার পদে ছিলেন তিনি । পাশাপাশি তিনি বাঁকুড়া জেলার পুলিশ সুপারের দায়িত্বও পালন করেছেন । বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচারের খবর ইতিমধ্যেই সামনে এসেছে । গোয়েন্দারা জানতে চাইবেন যে তিনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার এবং বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচার কাণ্ডের কোনও তথ্য জানতেন কি না ? এই সকল তথ্য যদি তিনি আগে থেকেই জেনে থাকতেন, তাহলে কোনও আইনি পদক্ষেপ নিয়েছিলেন কি না ?

আগামী 30 অগস্ট তথাগত বসুকে তলব করেছে ইডি । তাঁর কাছ থেকে ইডি জানতে চাইবে, যখন তিনি বিভিন্ন জেলার পুলিশ সুপারের দায়িত্ব ছিলেন সেই সময় কয়লা পাচারের ঘটনায় কোনও এফআইআর হয়েছিল কি না ? আগামী 26 অগস্ট দিল্লিতে ডাকা হয়েছে আইপিএস রাজীব মিশ্রকে । তিনি বর্তমানে এডিজি আইবি পদে রয়েছেন । ফলে রাজ্যে কয়লা পাচারের কোনও গোপন তথ্য তাঁর কাছে আদৌও এসে পৌঁছেছিল কি না, তা জানতে চাইবেন গোয়েন্দারা ৷ আর যদি এই প্রকারের কোনও অভিযোগ তাঁর কাছে এসে থাকে, তাহলে তিনি কী কী পদক্ষেপ করেছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি এই বিষয়ে অবগত করেছিলেন কি না, সেটাও জানতে চাওয়া হবে ।

এছাড়াও আগামী 29 অগস্ট ডাকা হয়েছে বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক সুকেশ জৈনকে । তদন্ত নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন রানিগঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল থেকে প্রচুর পরিমাণে কয়লা রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক হয়ে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত । ফলে তিনি ডিআইজি ট্রাফিক পদে থেকেও এই প্রকারের কোনও তথ্য জানতে পারেননি কেন, সেই প্রশ্ন ইডি তাঁকে করবে বলে খবর ৷

ইডি সূত্রে খবর, এই সকল আইপিএস আধিকারিক ছাড়াও আগামী 24 অগস্ট তলব করা হয়েছে শ্যাম সিংকে । এছাড়াও ভাস্কর মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে 31 অগস্ট । এই সকল আইপিএস আধিকারিকদের ছাড়াও রাজ্যের একাধিক আইএএস আমলাকেও তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

আরও পড়ুন : হেভিওয়েটদের গ্রেফতারিতে আচমকা কেন কৌশল বদল তদন্তকারীদের ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.