ETV Bharat / city

180টি আইসোলেশন বেড দান শুভেন্দু অধিকারীর - শুভেন্দু অধিকারী

কোরোনা রোগীদের চিকিৎসার সাহায্যের জন্য 180 টি আইসোলশন বেড দান করলেন শুভেন্দু অধিকারী । প্রথম পর্যায়ের বেডগুলি ইতিমধ্যেই দান করা হয়েছে । বাকি 90 টি বেড দানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সবকটি বেডে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 10:58 AM IST

কলকাতা, 8 মে : এবার কোরোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । একাধিক হাসপাতালের আইসোলেশন বেড দান করলেন তিনি ।

কোরোনা রোগীদের চিকিৎসার জন্য 180 টি আইসোলেশন বেড দান করেন শুভেন্দু অধিকারী । প্রথম পর্যায়ের বেডগুলি ইতিমধ্যেই দান করা হয়েছে । বাকি 90 টি বেড দানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সবকটি বেডে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা । এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা করাতে যেমন সুবিধা হবে তেমনই তাঁদের স্বাস্থ্য নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হবে । এই বেডগুলিকে নন্দীগ্রাম হাসপাতাল, কাঁথি সাব ডিভিশনাল হাসপাতাল, পাঁশকুড়া হাসপাতাল, চণ্ডীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, তমলুক হাসপাতাল, বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল, হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় দান করেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে বার্তা দিয়েছেন যে সবাইকে একজোট হয় কোরোনার বিরুদ্ধে লড়াই করতে হবে । তাই এবার সেই বার্তা মেনে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিভিন্ন জেলা হাসপাতালে আইসোলেশন বেড দানের কাজ শুরু হয়েছে । দরিদ্র মানুষ যাতে চিকিৎসা পাওয়ার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না থাকেন সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ নেওয়া হয় । এছাড়াও, সংখ্যালঘু দুস্থ মানুষদের জন্য ইফতার আয়োজনও করান তিনি । প্রায় 4000 দুস্থ সংখ্যালঘু মানুষদের ইফতারের খাবার বিতরণ করা হয়।

অন্যদিকে, তিনি বহু কারখানায় ও সাধারণ মানুষদের মধ্যে তাঁর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজা়র, PPE ও সাবান বিতরণ করা হয় । এর আগেও কোরোনা মোকাবেলায় বিভিন্ন সময় মন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKCON) মায়াপুরধামের কর্তৃপক্ষের হাতে । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত রাজ্যের কোরোনা তহবিলে অর্থ দিয়েছেন।

কলকাতা, 8 মে : এবার কোরোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । একাধিক হাসপাতালের আইসোলেশন বেড দান করলেন তিনি ।

কোরোনা রোগীদের চিকিৎসার জন্য 180 টি আইসোলেশন বেড দান করেন শুভেন্দু অধিকারী । প্রথম পর্যায়ের বেডগুলি ইতিমধ্যেই দান করা হয়েছে । বাকি 90 টি বেড দানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সবকটি বেডে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা । এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা করাতে যেমন সুবিধা হবে তেমনই তাঁদের স্বাস্থ্য নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হবে । এই বেডগুলিকে নন্দীগ্রাম হাসপাতাল, কাঁথি সাব ডিভিশনাল হাসপাতাল, পাঁশকুড়া হাসপাতাল, চণ্ডীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, তমলুক হাসপাতাল, বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল, হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় দান করেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে বার্তা দিয়েছেন যে সবাইকে একজোট হয় কোরোনার বিরুদ্ধে লড়াই করতে হবে । তাই এবার সেই বার্তা মেনে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিভিন্ন জেলা হাসপাতালে আইসোলেশন বেড দানের কাজ শুরু হয়েছে । দরিদ্র মানুষ যাতে চিকিৎসা পাওয়ার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না থাকেন সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ নেওয়া হয় । এছাড়াও, সংখ্যালঘু দুস্থ মানুষদের জন্য ইফতার আয়োজনও করান তিনি । প্রায় 4000 দুস্থ সংখ্যালঘু মানুষদের ইফতারের খাবার বিতরণ করা হয়।

অন্যদিকে, তিনি বহু কারখানায় ও সাধারণ মানুষদের মধ্যে তাঁর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজা়র, PPE ও সাবান বিতরণ করা হয় । এর আগেও কোরোনা মোকাবেলায় বিভিন্ন সময় মন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKCON) মায়াপুরধামের কর্তৃপক্ষের হাতে । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত রাজ্যের কোরোনা তহবিলে অর্থ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.