কলকাতা, 10 ডিসেম্বর : মানবাধিকারের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (West Bengal sets example of human rights violations said jagdeep Dhankhar) ৷ শুক্রবার মানবাধিকার দিবস উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, "এরাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে ৷ এখানকার প্রশাসন ও আধিকারিকরা রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন ৷ মানুষের মধ্যে ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা এই নিয়ে প্রকাশ্যে কথা বলতেও পারেন না ৷" টুইটারে নিজের এই ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও ট্য়াগ করেছেন রাজ্যপাল ৷
-
Worrisome HUMAN RIGHTS violations @MamataOfficial. Only “Rule of Ruler and not of law” @India_NHRC. Need for massive uplift
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Politicised bureaucracy @IASassociation @IPS_Association @WBPolice @KolkataPolice constitutes severe threat to democracy. #HumanRight #HumanRightsDay2021 pic.twitter.com/R9vSVlbkII
">Worrisome HUMAN RIGHTS violations @MamataOfficial. Only “Rule of Ruler and not of law” @India_NHRC. Need for massive uplift
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2021
Politicised bureaucracy @IASassociation @IPS_Association @WBPolice @KolkataPolice constitutes severe threat to democracy. #HumanRight #HumanRightsDay2021 pic.twitter.com/R9vSVlbkIIWorrisome HUMAN RIGHTS violations @MamataOfficial. Only “Rule of Ruler and not of law” @India_NHRC. Need for massive uplift
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2021
Politicised bureaucracy @IASassociation @IPS_Association @WBPolice @KolkataPolice constitutes severe threat to democracy. #HumanRight #HumanRightsDay2021 pic.twitter.com/R9vSVlbkII
এদিন রাজ্যপাল আরও বলেন, "রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান ও আইনের শাসন মানছে না ৷ এখানে শাসকের শাসন চলছে, আইনের নয় ৷ রাজ্য সরকার ও প্রশাসনের উচিত আইন ও সংবিধান মেনে কাজ করা ৷ প্রশাসনের রাজনীতিকরণ হওয়া ঠিক নয় ৷"
আরও পড়ুন : Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
রাজ্য মানবাধিকার কমিশনেরও এদিন সমালোচনা করেছেন রাজ্যপাল ৷ বলেছেন, "রাজ্য মানবাধিকার কমিশন আইসিইউ, ভেন্টিলেটরে চলে গিয়েছে ৷ তারা মানবাধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করছে না ৷ মানবাধিকার দিবসেও তারা কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি, এর থেকেই স্পষ্ট কমিশনের কী অবস্থা ৷ " এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে বিঁধেছেন রাজ্যপাল জগদীপ ধনকর ৷ পাল্টা তাঁর সমালোচনাও করেছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷