ETV Bharat / city

24 ঘণ্টায় আক্রান্ত 3,246 ; মৃত 49 - covid

24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 246 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 49 জনের ।

ছবি
ছবি
author img

By

Published : Dec 3, 2020, 10:32 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ কমেছে একদিনে মৃতের সংখ্যাও । 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 246 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 271 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 93 হাজার 316 ।

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 49 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 51 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 8 হাজার 576 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়েছেন 3 হাজার 257 জন । এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 লাখ 60 হাজার 634 জন ।

কলকাতায় শেষ 24 ঘণ্টায় কমেছে কোরোনা সংক্রমণ ৷ সেখানে নতুন করে 774 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ আক্রান্ত হয়েছে 715 জন ।

কলকাতা, 3 ডিসেম্বর : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ কমেছে একদিনে মৃতের সংখ্যাও । 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 246 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 271 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 93 হাজার 316 ।

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 49 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 51 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 8 হাজার 576 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়েছেন 3 হাজার 257 জন । এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 লাখ 60 হাজার 634 জন ।

কলকাতায় শেষ 24 ঘণ্টায় কমেছে কোরোনা সংক্রমণ ৷ সেখানে নতুন করে 774 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ আক্রান্ত হয়েছে 715 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.