কলকাতা, 5 জানুয়ারি : একদিনে এক লাফে রাজ্যে করোনায় সংক্রমণ ছাড়াল 14 হাজার ৷ গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 14 হাজার 22 জন ৷ মঙ্গলবার এই সংখ্যাটি ছিল 9 হাজার 73 ৷ এক লাফে সংক্রমণ এভাবে বেড়ে যাওয়ায় তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে (Rising COVID cases in West Bengal) ৷ বুধবার 17 জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷
দিন দুই আগে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও তারপর থেকে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ ৷ মঙ্গলবার থেকে তা বেড়েছে চোখে পড়ার মতো ৷ ছিল 9 হাজারের ঘরে ৷ সেটাই বুধবার এক লাফে উঠল অনেকটা ৷ ছাড়াল 14 হাজার ৷
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 22 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 170 জন, গতকালের তুলনায় যা অনেকটাই বেশি ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 60 হাজার 511 জনের ৷ সংক্রমণের সঙ্গে সঙ্গে বুধবার বেড়েছে সংক্রমণের হারও ৷ মঙ্গলবার সংক্রমণের হার ছিল 18.96 শতাংশ ৷ বুধবার তা বেড়ে দাঁড়াল 23.17 শতাংশ ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে বেড়েছে মৃত্যুর সংখ্যা 17 ৷ বুধবার কলকাতা এবং উত্তর 24 পরগনায় 5 জন করে, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় 2 জন করে এবং হুগলিতে 1 জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার গোটা রাজ্যে এই সংখ্যাটি ছিল 16 ৷ সোমবার তা ছিল 13 ৷ বুধবার পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়াল 19 হাজার 827টি ৷ এদিন পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লক্ষ 78 হাজার 323 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 6 হাজার 438 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লক্ষ 25 হাজার 454 জন ৷
আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে
এদিন পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 33 হাজার 42 জন ৷ বুধবার গোটা রাজ্যে সুস্থতার হার 96.85 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.18 শতাংশ ৷
আরও পড়ুন : Dev Infected with COVID : কোভিড আক্রান্ত দেব-রুক্মিণী