কলকাতা, 4 নভেম্বর : রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজ্যে একই রয়েছে মৃতের সংখ্যা ৷ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 918 জন ৷ আগের দিন যা ছিল 919 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 228 জন, উত্তর 24 পরগনায় 156 জন ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের ৷ কলকাতা, উত্তর 24 পরগনায় 5 জন করে প্রাণ হারিয়েছেন ৷ দার্জিলিং, নদিয়া, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 1 জন করে মারা গিয়েছেন ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 96 হাজার 332 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 863 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 68 হাজার 951 জন৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 193 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 188 জন ৷
আরও পড়ুন: দীপাবলিতে করোনার সংক্রমণ বেড়ে 12 হাজারে
এদিন 41 হাজার 341 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 93 লাখ 78 হাজার 885 ৷ এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 48 হাজার 34 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 79 হাজার 229 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 78 লাখ 24 হাজার 423 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 কোটি 22 লাখ 79 হাজার 366 জন ৷