কলকাতা, 31 অক্টোবর : দৈনিক করোনা সংক্রমণ কমলেও রাজ্যে ফের বাড়ল কোভিডে মৃতের সংখ্যা ৷ শুধু কলকাতাতেই গত চব্বিশ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 6 জন ৷ উত্তর চব্বিশ পরগনাতেও প্রাণ হারিয়েছেন 6 জন ৷
রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 914 জন ৷ আগের দিন যা ছিল 980 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 274 জন, উত্তর 24 পরগনায় 144 জন ৷
আরও পড়ুন : COVAXIN : সোমবার থেকে কলকাতায় আপাতত বন্ধ হচ্ছে কোভ্যাকসিনের প্রথম ডোজ
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 15 জনের ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ উত্তর 24 পরগনায় মারা গিয়েছেন 6 জন ৷ দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ও জলপাইগুড়িতে 1 জন করে প্রাণ হারিয়েছেন৷ আগের দিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল 13 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 92 হাজার 908 জন৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 913 জন৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 65 হাজার 471 জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 296 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 141 জনের ৷
এদিন 47 হাজার 417 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 92 লাখ 28 হাজার 303 ৷ এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 7 লাখ 59 হাজার 951 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 লাখ 9 হাজার 265 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 59 লাখ 19 হাজার 562 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 2 কোটি 15 লাখ 05 হাজার 985 জন ৷