ETV Bharat / city

West Bengal Corona Update : বাড়লেও সাতশোর ঘরেই রাজ্যের দৈনিক সংক্রমণ, একদিনে মৃত 9

রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 65 লাখ 86 হাজার 454 ৷ আজ 2 লাখ 17 হাজার 985 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 74 হাজার 738 জনকে ৷

s
s
author img

By

Published : Aug 20, 2021, 8:02 PM IST

কলকাতা, 20 অগস্ট : ফের খানিকটা বেড়ে সাতশোর ঘরেই রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 758 জন ৷ তবে কমল মৃত্যুর সংখ্যা ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 12 জনের ৷

সপ্তাহের শুরুতে রাজ্যে করোনা সংক্রমণ পাঁচশোর ঘরে নেমে এলেও গত তিন দিনে তা ফের ঊর্ধ্বমুখী ৷ গতকাল ছিল 731 ৷ আজ সাতশোর ঘরে থাকলেও আরও কিছুটা বাড়ল সংক্রমণ ৷ সব মিলিয়ে রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 41 হাজার 747 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 767 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 13 হাজার 766 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 635 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 346 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 47 হাজার 262 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 65 লাখ 86 হাজার 454 ৷ আজ 2 লাখ 17 হাজার 985 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 74 হাজার 738 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 58 লাখ 13 হাজার 417 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছেন 96 লাখ 83 হাজার 958 জন ৷

আরও পড়ুন: Corona in India : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর 24 পরগনায় ৷ জেলায় আক্রান্তের সংখ্যা 89 ৷ কলকাতায় আক্রান্ত 88 জন ৷ সবচেয়ে কম দৈনিক আক্রান্ত দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ৷ চার জেলায় গত 24 ঘণ্টায় তিনজন করে আক্রান্ত হয়েছে ৷

কলকাতা, 20 অগস্ট : ফের খানিকটা বেড়ে সাতশোর ঘরেই রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 758 জন ৷ তবে কমল মৃত্যুর সংখ্যা ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 12 জনের ৷

সপ্তাহের শুরুতে রাজ্যে করোনা সংক্রমণ পাঁচশোর ঘরে নেমে এলেও গত তিন দিনে তা ফের ঊর্ধ্বমুখী ৷ গতকাল ছিল 731 ৷ আজ সাতশোর ঘরে থাকলেও আরও কিছুটা বাড়ল সংক্রমণ ৷ সব মিলিয়ে রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 41 হাজার 747 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 767 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 13 হাজার 766 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 635 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 346 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 47 হাজার 262 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 65 লাখ 86 হাজার 454 ৷ আজ 2 লাখ 17 হাজার 985 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 74 হাজার 738 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 58 লাখ 13 হাজার 417 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছেন 96 লাখ 83 হাজার 958 জন ৷

আরও পড়ুন: Corona in India : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর 24 পরগনায় ৷ জেলায় আক্রান্তের সংখ্যা 89 ৷ কলকাতায় আক্রান্ত 88 জন ৷ সবচেয়ে কম দৈনিক আক্রান্ত দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ৷ চার জেলায় গত 24 ঘণ্টায় তিনজন করে আক্রান্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.