কলকাতা, 11 অগস্ট : সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 700 জন । গতকাল দৈনিক সংক্রামিতের সংখ্যাটা ছিল 639 । তবে কমল মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 6 জনের । গতকাল সংখ্যাটা ছিল 12 ।
রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 35 হাজার 699 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 258 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 746 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.49 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 78 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদ ও কালিম্পংয়ে ৷ গত 24 ঘণ্টায় দুই জেলাতে আক্রান্ত হয়েছে 2 জন করে ৷
আরও পড়ুন: Kolkata Vaccination : ভাঁড়ার শূন্য, কলকাতা পৌরনিগম এলাকায় কোভিশিল্ড টিকাকরণ বন্ধ
যদিও রাজ্যে 15 আগস্ট অবধি বিধিনিষেধ লাগু রয়েছে তথাপি বিভিন্ন বিষয়ে ধাপে ধাপে শিথিল করা হচ্ছে নিয়ম ৷ লোকাল ট্রেন না চললেও বাস ও মেট্রো চলছে ৷ আগামী শুক্রবার থেকে নতুন করে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে, এদিন জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷ এবার থেকে 5 মিনিট অন্তর চলবে মেট্রো ৷ এদিকে টিকার অভাবে কিছুটা থমকে হলেও আগের মতোই রাজ্যজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া ৷