ETV Bharat / city

corona update in bengal : আরও নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ, সংক্রমণের হার 9 শতাংশের নিচে - WEST BENGAL REGISTERS 4546 NEW COVID CASES IN LAST 24 HOURS

করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 14 জনের (14 Died of Corona in North 24 Parganas)৷ কলকাতায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ হুগলিতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ দার্জিলিং, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও হাওড়াতে 2 জন করে প্রাণ হারিয়েছেন ৷ পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

corona west bengal today
সংক্রমণের হার 9 শতাংশের নিচে
author img

By

Published : Jan 24, 2022, 7:36 PM IST

Updated : Jan 24, 2022, 8:23 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে যে দ্রুত গতিতে বাড়তে শুরু করেছিল সংক্রমণ, বর্তমানে ঠিক তত দ্রুতই তা ফের নামতে শুরু করেছে ৷ আশা জাগিয়ে সোমবার রাজ্যে করোনা সংক্রমণের হার কমে হল 8.84 শতাংশ ৷ রবিবার সংক্রমণের হার ছিল 9.53 শতাংশ ৷ পাশাপাশি কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 546 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 980 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 496 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 37 জনের (Died of Corona in Bengal) ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 375 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হল 19 লাখ 69 হাজার 791 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 20 হাজার 157 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 18 লাখ 54 হাজার 881 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 94 হাজার 535 জন ৷

আরও পড়ুন : ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্টে ইন্দোরে আক্রান্ত 6 শিশু-সহ 16

আজ 51 হাজার 421 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 28 লাখ 31 হাজার 145 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4 হাজার 896 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 52 হাজার 524 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 86 লাখ 694 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 77 লাখ 48 হাজার 476 জন ৷

কলকাতা, 24 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে যে দ্রুত গতিতে বাড়তে শুরু করেছিল সংক্রমণ, বর্তমানে ঠিক তত দ্রুতই তা ফের নামতে শুরু করেছে ৷ আশা জাগিয়ে সোমবার রাজ্যে করোনা সংক্রমণের হার কমে হল 8.84 শতাংশ ৷ রবিবার সংক্রমণের হার ছিল 9.53 শতাংশ ৷ পাশাপাশি কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 546 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 980 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 496 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 37 জনের (Died of Corona in Bengal) ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 375 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হল 19 লাখ 69 হাজার 791 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 20 হাজার 157 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 18 লাখ 54 হাজার 881 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 94 হাজার 535 জন ৷

আরও পড়ুন : ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্টে ইন্দোরে আক্রান্ত 6 শিশু-সহ 16

আজ 51 হাজার 421 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 28 লাখ 31 হাজার 145 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4 হাজার 896 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 52 হাজার 524 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 86 লাখ 694 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 77 লাখ 48 হাজার 476 জন ৷

Last Updated : Jan 24, 2022, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.