কলকাতা, 24 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে যে দ্রুত গতিতে বাড়তে শুরু করেছিল সংক্রমণ, বর্তমানে ঠিক তত দ্রুতই তা ফের নামতে শুরু করেছে ৷ আশা জাগিয়ে সোমবার রাজ্যে করোনা সংক্রমণের হার কমে হল 8.84 শতাংশ ৷ রবিবার সংক্রমণের হার ছিল 9.53 শতাংশ ৷ পাশাপাশি কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 546 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 980 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 496 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 37 জনের (Died of Corona in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 375 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হল 19 লাখ 69 হাজার 791 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 20 হাজার 157 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 18 লাখ 54 হাজার 881 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 94 হাজার 535 জন ৷
আরও পড়ুন : ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্টে ইন্দোরে আক্রান্ত 6 শিশু-সহ 16
আজ 51 হাজার 421 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 28 লাখ 31 হাজার 145 ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4 হাজার 896 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 52 হাজার 524 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 86 লাখ 694 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 77 লাখ 48 হাজার 476 জন ৷