কলকাতা, 3 এপ্রিল : রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ৷ রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 36 জন (West Bengal registers 36 new COVID cases) ৷ শনিবার এই সংখ্যাটা ছিল 70 ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.30 শতাংশ (Corona Positivity Rate) ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের ৷ টানা 11দিন করোনায় মৃত্যুহীন থাকার পর মারণভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল (COVID Update in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 199 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 17 হাজার 495 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 49 জন ৷ গতকাল যে সংখ্যাটা ছিল 69 ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 95 হাজার 710 জন ৷ শনিবার করোনা পরীক্ষা হয়েছে 11 হাজার 949 জনের ৷
আরও পড়ুন : রাজ্য থেকে উঠল করোনা বিধি, বহাল মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার
শনিবার রাজ্যে 54 হাজার 473 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 17 লাখ 10 হাজার 417 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 1 লাখ 54 হাজার 684 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 19 লাখ 29 হাজার 597 জন ৷