ETV Bharat / city

Corona Update in Bengal: বল্গাহীন সংক্রমণ, কলকাতায় আক্রান্ত প্রায় 2 হাজার - WEST BENGAL REGISTERS 3451 NEW COVID CASES IN LAST 24 HOURS

গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের (Died of Corona in Bengal) ৷

Corona Update in Bengal
কলকাতায় আক্রান্ত প্রায় 2 হাজার
author img

By

Published : Dec 31, 2021, 7:07 PM IST

Updated : Dec 31, 2021, 7:25 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যে করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা আরও জোরালো করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল 3 হাজারের গণ্ডিও ৷ শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 451 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 128 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 954 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের (Died of Corona in Bengal), বৃহস্পতিবারের তুলনায় 5 জন কম ৷ যা করোনার বাড়তি সংক্রমণের মধ্যেও কিছুটা স্বস্তির খবর ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 764 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 38 হাজার 485 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 510 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 8 হাজার 11 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10 হাজার 710 জন ৷

আরও পড়ুন : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবনের

আজ 40 হাজার 813 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 13 লাখ 91 হাজার 872 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 29 হাজার 586 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4 লাখ 64 হাজার 712 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 43 লাখ 93 হাজার 600 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 91 লাখ 59 হাজার 557 জন ৷

কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যে করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা আরও জোরালো করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল 3 হাজারের গণ্ডিও ৷ শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 451 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 128 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 954 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের (Died of Corona in Bengal), বৃহস্পতিবারের তুলনায় 5 জন কম ৷ যা করোনার বাড়তি সংক্রমণের মধ্যেও কিছুটা স্বস্তির খবর ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 764 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 38 হাজার 485 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 510 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 8 হাজার 11 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10 হাজার 710 জন ৷

আরও পড়ুন : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবনের

আজ 40 হাজার 813 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 13 লাখ 91 হাজার 872 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 29 হাজার 586 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4 লাখ 64 হাজার 712 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 43 লাখ 93 হাজার 600 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 91 লাখ 59 হাজার 557 জন ৷

Last Updated : Dec 31, 2021, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.