ETV Bharat / city

West Bengal Corona Update : কমল সংক্রমণ, মৃত্যুও কমে 8

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 22 হাজার 833 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 64 জনের ।

s
s
author img

By

Published : Jul 24, 2021, 7:44 PM IST

কলকাতা, 24 জুলাই : গতকালের তুলনায় কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 730 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 842 । কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের । গতকাল সংখ্যাটা ছিল 16 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 22 হাজার 833 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 64 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 920 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.40 শতাংশ ।

শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 58 এবং উত্তর 24 পরগনায় 86 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত দার্জিলিংয়ে ৷ সংক্রমিত হয়েছে 89 জন ৷ সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 3 জন ৷

আরও পড়ুন: দুটি ডোজ নেওয়া থাকলে বিমানে দরকার নেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

রাজ্যে 30 জুলাই পর্যন্ত লাগু রয়েছে বিধিনিষেধ ৷ তবে, অনেকটাই শিথিল করা হয়েছে নিয়ম । পর্যাটকদের ভিড় ঠেকাতে দিঘা, বকখালির মতো সমুদ্র সৈকতে তৎপর হয়েছে প্রশাসন ৷ পর্যটনস্থল ভ্যাকসিনের দুটো ডোজ় অথবা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ সব মিলিয়ে এখন সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে ৷

কলকাতা, 24 জুলাই : গতকালের তুলনায় কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 730 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 842 । কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের । গতকাল সংখ্যাটা ছিল 16 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 22 হাজার 833 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 64 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 920 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.40 শতাংশ ।

শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 58 এবং উত্তর 24 পরগনায় 86 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত দার্জিলিংয়ে ৷ সংক্রমিত হয়েছে 89 জন ৷ সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 3 জন ৷

আরও পড়ুন: দুটি ডোজ নেওয়া থাকলে বিমানে দরকার নেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

রাজ্যে 30 জুলাই পর্যন্ত লাগু রয়েছে বিধিনিষেধ ৷ তবে, অনেকটাই শিথিল করা হয়েছে নিয়ম । পর্যাটকদের ভিড় ঠেকাতে দিঘা, বকখালির মতো সমুদ্র সৈকতে তৎপর হয়েছে প্রশাসন ৷ পর্যটনস্থল ভ্যাকসিনের দুটো ডোজ় অথবা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ সব মিলিয়ে এখন সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.