ETV Bharat / city

West Bengal Covid Cases : সংক্রমণ 500-র ঘরে, মৃত্যু 12 জনের - দৈনিক করোনা সংক্রমণ

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 29 হাজার 295 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 161 জনের ।

s
s
author img

By

Published : Aug 2, 2021, 7:57 PM IST

কলকাতা, 2 অগাস্ট : একধাক্কায় বেশ খানিকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 575 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 701 । কমল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের । গতকাল সংখ্যাটা ছিল 13 । তবে এদিন করোনার নমুনা পরীক্ষা কম হয় ৷ গতকাল করোনার নমুনা পরীক্ষা হয় 43 হাজার 617 টি ৷ সেখানে এদিন পরীক্ষা হয় 33 হাজার 215 টি ৷

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 29 হাজার 295 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 161 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 734 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.73 শতাংশ । সোমবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 61 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 1 জন ৷

আরও পড়ুন : KMC COVAXIN: মঙ্গলবার থেকে শহরে ফের শুরু হচ্ছে কোভ্যাকসিনের টিকাকরণ

নতুন করে 15 অগাস্ট পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বাড়ানো হলেও অনেক ক্ষেত্রেই অনিয়ম চোখে পড়ছে ৷ এই সঙ্গে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাইন দিয়েও ফিরতে হচ্ছে গ্রাহকদের ৷ তবে সংক্রমণ এখনও অবধি নিয়ন্ত্রণেই রয়েছে ৷

কলকাতা, 2 অগাস্ট : একধাক্কায় বেশ খানিকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 575 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 701 । কমল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের । গতকাল সংখ্যাটা ছিল 13 । তবে এদিন করোনার নমুনা পরীক্ষা কম হয় ৷ গতকাল করোনার নমুনা পরীক্ষা হয় 43 হাজার 617 টি ৷ সেখানে এদিন পরীক্ষা হয় 33 হাজার 215 টি ৷

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 29 হাজার 295 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 161 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 734 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.73 শতাংশ । সোমবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 61 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 1 জন ৷

আরও পড়ুন : KMC COVAXIN: মঙ্গলবার থেকে শহরে ফের শুরু হচ্ছে কোভ্যাকসিনের টিকাকরণ

নতুন করে 15 অগাস্ট পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বাড়ানো হলেও অনেক ক্ষেত্রেই অনিয়ম চোখে পড়ছে ৷ এই সঙ্গে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাইন দিয়েও ফিরতে হচ্ছে গ্রাহকদের ৷ তবে সংক্রমণ এখনও অবধি নিয়ন্ত্রণেই রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.