কলকাতা, 27 অক্টোবর : করোনা পরিস্থিতিতে আতশবাজি জ্বালানো আদৌও নিরাপদ কিনা তা নিয়ে সমস্ত সংশয় দূর করে দিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা জারি করল । আসন্ন কালীপুজো ও দিওয়ালিতে কোন কোন আতশবাজি জ্বালানো যাবে তা জানালো হল ৷ বাজি পোড়ানোর সময়ও ঠিক করে দেওয়া হয়েছে ৷ এসমস্ত কিছুই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, শুধু পরিবেশবান্ধব আতশবাজিকেই ছাড় দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) ।
বিজ্ঞপ্তিতে 2018 সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ উল্লেখ করেছে রাজ্য দূষণ পর্ষদ । এই নির্দেশিকার চারটি নির্দেশ তুলে ধরা হয়েছে । তাতে বলা হয়েছে, শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানো যাবে । কালীপুজো এবং দিওয়ালির দিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত দু'ঘণ্টা করে আতশবাজি পোড়ানো যাবে ৷ পাশাপাশি ছটপুজোতেও দু'ঘণ্টার জন্য আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে । তবে ছটপুজোর ক্ষেত্রে সময়টা বদলেছে, সকাল ছ'টা থেকে আটটা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে ।
পাশাপাশি 24 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর রাতে আতশবাজি পোড়ানোর জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে । তবে ক্রিসমাস এবং নিউইয়ার ইভে দু'ঘণ্টা নয়, পাঁচ মিনিটের জন্য বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ এই দু'দিন রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটার পর্যন্ত আতশবাজি পোড়ানোতে ছাড় দেওয়া হয়েছে । তবে সমস্ত ক্ষেত্রেই আতশবাজি হতে হবে শুধু পরিবেশবান্ধব ৷
বায়ুদূষণ প্রতিরোধ করতেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই পদক্ষেপ । এমনিতেই বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে । এরপর আতশবাজি পোড়ানোর ফলে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাবে । করোনা পরিস্থিতির মধ্যে দূষণের মাত্রা বৃদ্ধি পেলে করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে । করোনা আক্রান্ত রোগীদের সমস্যার কথা ভেবেই আরও বেশি কড়া পদক্ষেপ নিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ।
পশ্চিমবঙ্গ আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, সরকারি বিধি-নিষেধ মেনে আতশবাজির বিক্রি করা হবে । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই বিক্রি করা হবে । সরকারি নির্দেশ মেনে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি হবে এই মেলায় । কোনও রকমের শব্দবাজি বিক্রি করা হবে না ।
আরও পড়ুন : Balurghat : নিষিদ্ধ আতশবাজি ফাটানোর প্রতিবাদ, বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলা আইনজীবীও