ETV Bharat / city

Medical Council Election মেডিক্যাল কাউন্সিল নির্বাচন, প্রার্থী তালিকায় নেই নির্মল-শান্তনু - Medical Council Election

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা (Medical Council Declare the Election Candidate List ) ৷ সেই তালিকা থেকে বাদ নির্মল মাঝি ও শান্তনু সেন ৷

Medical Council Election
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের প্রার্থী তালিকা থেকে ব্রাত্য নির্মল-শান্তনু
author img

By

Published : Aug 26, 2022, 8:08 AM IST

কলকাতা, 26 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন মেডিক্যাল কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হল । প্রকাশিত হল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা (Medical Council Election Candidate List) ৷ সেখানে 14 জন প্রার্থীর নাম থাকলেও তালিকায় নাম নেই তৃণমূলের দুই হেভিওয়েট নেতা নির্মল মাঝি ও শান্তনু সেনের ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 2 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 19 সেপ্টেম্বর থেকে ভোটারদের 'ভোটিং পেপার' পাঠানো হবে। 18 অক্টোবরের মধ্যে সেই 'ভোটিং পেপার' কাউন্সিলের দফতরে ফেরত পাঠাতে হবে। 19 অক্টোবর হবে ভোটগণনা। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মলকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিত্‍সক সুদীপ্ত রায়কে। বর্তমান প্রার্থিতালিকায় নামও রয়েছে তাঁর। পাশাপাশি, তিনি আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের 29 জুন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তত্‍কালীন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে 'অবৈধ' বলে ঘোষণা করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ওই সংগঠনের কাজকর্ম 'বেআইনি ভাবে' চলছিল বলেও অভিযোগ ওঠে তখন ৷ সেই সময় কাউন্সিলের শীর্ষে ছিলেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী নির্মল মাঝি । এরপর চলতি বছরের 31 জুলাইয়ের মধ্যে সেই কাউন্সিল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি অক্টোবরের মধ্যে নির্বাচন করার নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই মতো নির্বাচনের প্রক্রিয়া শুরু হল । এরপরই প্রকাশিত হল প্রার্থী তালিকা । তাতে বাদ পড়ল নির্মল-শান্তনুর নাম ।

কলকাতা, 26 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন মেডিক্যাল কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হল । প্রকাশিত হল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা (Medical Council Election Candidate List) ৷ সেখানে 14 জন প্রার্থীর নাম থাকলেও তালিকায় নাম নেই তৃণমূলের দুই হেভিওয়েট নেতা নির্মল মাঝি ও শান্তনু সেনের ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 2 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 19 সেপ্টেম্বর থেকে ভোটারদের 'ভোটিং পেপার' পাঠানো হবে। 18 অক্টোবরের মধ্যে সেই 'ভোটিং পেপার' কাউন্সিলের দফতরে ফেরত পাঠাতে হবে। 19 অক্টোবর হবে ভোটগণনা। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মলকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিত্‍সক সুদীপ্ত রায়কে। বর্তমান প্রার্থিতালিকায় নামও রয়েছে তাঁর। পাশাপাশি, তিনি আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের 29 জুন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তত্‍কালীন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে 'অবৈধ' বলে ঘোষণা করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ওই সংগঠনের কাজকর্ম 'বেআইনি ভাবে' চলছিল বলেও অভিযোগ ওঠে তখন ৷ সেই সময় কাউন্সিলের শীর্ষে ছিলেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী নির্মল মাঝি । এরপর চলতি বছরের 31 জুলাইয়ের মধ্যে সেই কাউন্সিল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি অক্টোবরের মধ্যে নির্বাচন করার নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই মতো নির্বাচনের প্রক্রিয়া শুরু হল । এরপরই প্রকাশিত হল প্রার্থী তালিকা । তাতে বাদ পড়ল নির্মল-শান্তনুর নাম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.