কলকাতা, 28 জানুয়ারি : বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ হল ৷ এইসঙ্গে দাবি করা হল, কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন বাতিল করতে হবে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রস্তাবের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হয় কেন্দ্র নতুন কৃষি আইন বাতিল করুক অথবা ক্ষমতা থেকে সরে যাক ৷ কংগ্রেস ও সিপিআই(এম) বিধায়করা কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব সমর্থন করলেও রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, একই ধরনের আইন প্রণয়ন করেছে তারাও, সেটিকে বাতিল করতে হবে ৷
বিধানসভার অধিবেশনে কেন্দ্রের আইনের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাবের আলোচনা ছিল বৃহস্পতিবার । বিরোধীদের পক্ষ থেকে কিছু সংশোধনী দেওয়া হয়েছিল শাসকদলের প্রস্তাবে । 185 ধারায় আলোচনা চাইলেও 169 ধারায় রাজ্য সরকারের আলোচনায় সংশোধনী চায় বিরোধীরা । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সংশোধনী প্রস্তাব খারিজ করে দেন । পরে ধ্বনি ভোটে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাশ হলেও বিরোধীরা ভোটাভুটি চান । ভোটাভুটিতে শাসকদলের প্রাপ্ত ভোট 101 এবং বিরোধীদের প্রাপ্ত ভোট 27 । ফলে প্রস্তাব পাশ হয়ে যায় ৷ যদিও শাওনি সিংহরায় এবং সাবিনা ইয়াসমিন হুইপ না পাওয়ায় কংগ্রেসের বিধায়ক হওয়া সত্ত্বেও দল বদল করে শাসকদলের প্রস্তাবের পক্ষে ভোট দেন । বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী । পরে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।
আরও পড়ুন: সংসদে নয়া কৃষি বিল আনুক কেন্দ্র, দাবি ডেরেক ও’ব্রায়েনের
আবদুল মান্নান বলেন, "সরকার পক্ষ হুইপ জারি করেও ম্যাজিক ফিগার দেখাতে পারলেন না । ভোটাভুটিতে দলবদলু কংগ্রেসের দুই বিধায়ক ভোট না দিলে দুই সংখ্যায় পড়ে থাকত শাসক দল । কংগ্রেসের দুই বিধায়ককে হুইপ না দেওয়ায় তাঁরা শাসকদলের পক্ষে ভোট দিয়েছেন ৷ ফলে ফল 101 হয়েছে । না হলে দুই সংখ্যার ভোট পেত শাসক দল ।"
বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বিরোধীদের দেওয়া সংশোধনী অস্বীকার করেছে শাসক দল । 2014 এবং 2017 সালে রাজ্য সরকারের তৈরি করা আইন বাতিল না করে এই আইন বাতিল করার কোনও অর্থ নেই । বিজেপিকে সন্তুষ্ট করতে তৃণমূল উদ্যোগী ।"
এদিকে বিজেপি বিধায়করা প্রস্তাবের বিরুদ্ধে সরব হন ৷ জয় শ্রীরাম স্লোগান তুলে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে তাঁরা ওয়াকআউট করেন ৷