কলকাতা, 16 জুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় (TET Recruitment Scam case) সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা । আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে (West Bengal Govt challenges CBI order)।
প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে সম্প্রতি 269 জনকে নতুন করে নিয়োগ করেছিল (Calcutta High Court)। সেই নিয়োগ বেআইনি বলে উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতি তাঁর নির্দেশে জানান, 269 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছে, তার জন্য কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি ।
2014 সালে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল । 2016 সালে প্রায় 40 হাজার প্রার্থীকে নিয়োগ করা হয় । পরে দেখা যায়, টেট পরীক্ষার একাধিক প্রশ্নের উত্তরে ভুল ছিল । একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে । হাইকোর্ট নির্দেশ দেয়, মামলাকারী প্রার্থীদের নম্বর দিয়ে যোগ্য বিবেচিত হলে চাকরিতে নিয়োগ করতে হবে । সেই মতো 269 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
আরও পড়ুন: TET Recruitment Scam : প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানান, এই নিয়োগ প্রক্রিয়া বেআইনি । সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশও দেন তিনি । গতকাল এই মামলাতেই সিবিআইকে বিশেষ টিম গঠন করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । সিবিআই-এর ওই বিশেষ টিমের কোনও সদস্যকে তদন্ত চলাকালীন বদলি করা যাবে না বলেও নির্দেশে উল্লেখ করেছেন তিনি । পাশাপাশি আদালতের তত্ত্বাবধানে হবে তদন্ত ।
প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল আদালতে রিপোর্ট দিয়ে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হয়নি ৷ তা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কারণ কী তা তাদের বোধগম্য নয় বলেও উল্লেখ করা হয় । এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সরকার ৷