কলকাতা, 10 অগস্ট : আবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ আজ রাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন ৷ এবার তাঁর দু’দিনের সফর ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে ৷
তবে তিনি এবারের সফরে কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তা জানা যায়নি ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি এদিন রাজভবনে দেখা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ৷ তার পরই তাঁর দিল্লি সফর ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷
আরও পড়ুন : Suvendu on Woman Tortured : পুলিশ কি সামনে দাঁড়িয়ে থেকে রেপ করিয়েছিল, প্রশ্ন শুভেন্দুর
এদিন রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি টুইট করা হয় ৷ তার একটিতে জানানো হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের মেচেদার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করানো হয় ৷
-
Leaders and representatives of several organisations along with @SuvenduWB Chairman of Trustees of Jagannath Temple, Mechada will call on Governor West Bengal today at Raj Bhawan at 2 PM to express their view point on current issues of import.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Leaders and representatives of several organisations along with @SuvenduWB Chairman of Trustees of Jagannath Temple, Mechada will call on Governor West Bengal today at Raj Bhawan at 2 PM to express their view point on current issues of import.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021Leaders and representatives of several organisations along with @SuvenduWB Chairman of Trustees of Jagannath Temple, Mechada will call on Governor West Bengal today at Raj Bhawan at 2 PM to express their view point on current issues of import.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021
পরে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে দেখা যাচ্ছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আর রয়েছেন বেশ কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসী ৷ টুইটে দাবি করা হয়েছে যে ওই সন্ন্যাসীরা তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের খেলা হবে দিবসের দিন পরিবর্তন করার আর্জি নিয়ে গিয়েছেন ৷ কারণ, 1946 সালের 16 অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনা ঘটেছিল, তাই ওই দিনটিকে খেলা হবে দিবস না করার আর্জি জানিয়েছেন তাঁরা ৷
-
Representatives of Sanatan organisations called on Governor WB today to seek change in the date of "Khela Hobe Divas" as it reminds the horrendous memories of of Direct Action Day and ‘the week of long knives’ in 1946 that led to killings of thousands. pic.twitter.com/P5og6cLdJM
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Representatives of Sanatan organisations called on Governor WB today to seek change in the date of "Khela Hobe Divas" as it reminds the horrendous memories of of Direct Action Day and ‘the week of long knives’ in 1946 that led to killings of thousands. pic.twitter.com/P5og6cLdJM
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021Representatives of Sanatan organisations called on Governor WB today to seek change in the date of "Khela Hobe Divas" as it reminds the horrendous memories of of Direct Action Day and ‘the week of long knives’ in 1946 that led to killings of thousands. pic.twitter.com/P5og6cLdJM
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 10, 2021
আরও পড়ুন : Mamata-Abhishek : অভিষেকের বিমানে চার-পাঁচজন গুন্ডা পাঠানো হচ্ছে, অভিযোগ মমতার
স্বাভাবিকভাবে তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে এই নিয়ে কী কোনও আলোচনা করতে দিল্লি যেতে হচ্ছে জগদীপ ধনকড়কে ? তিনি কি এবারও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ? তিনি কি রাজ্যের নামে আবারও কোনও অভিযোগ করতে যাচ্ছেন ? নাকি দিল্লি থেকেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে ?
প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিকবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind), অমিত শাহ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার
আবার তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরানো হতে পারে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে ৷ তাঁর বিরুদ্ধে হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একাধিকবার চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে সেই নিয়ে তাঁর এবারের দিল্লি সফর কি না, সেই জল্পনাও তৈরি হয়েছে ৷
এখন দেখার কী উদ্দেশ্যে রাজ্যপাল দিল্লি চললেন ! আর সেখানে তিনি কার কার সঙ্গে দেখা করেন ৷
আরও পড়ুন : PAC Meeting : পিএসির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়, কটাক্ষ শুভেন্দুর