কলকাতা, 10 অক্টোবর : এবারে পুজো কমিটি গুলিকে কোভিড সচেতনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কোরোনা সচেতনতা বিধিকে মান্যতা দিয়ে উদ্যোক্তারা পুজো করলে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান এর নতুন বিভাগে দেওয়া হবে এই পুরস্কার । আজ নন্দন সভাঘরে একথা ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।
2013 সাল থেকে রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বাংলা পুজো সম্মান দেওয়া শুরু হয়েছে । প্রতি বছর বেশ কয়েকটি বিষয়ের ওপরে সম্মান দেওয়ার ব্যবস্থা থাকে। এই বিষয়গুলো হল, সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা ভাবনা, সেরা পরিবেশ বান্ধব, সেরার সেরা সহ অন্যান্য বিভাগ । এবার এই বিষয়গুলির সঙ্গে নতুন সংযোজন হয়েছে কোভিড সচেতনতা ।
এবার কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে এই বিভাগেই বিশেষ ভাবে জোর দেবেন বিশ্ববাংলা শারদ সম্মানের বিচারকরা । যে পুজো কমিটি সবথেকে ভাল সচেতনতার বার্তা দিতে পারবে তারই পাবে এই বিশেষ সম্মান ।
রাজ্য সরকারের তরফ থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান," 10 অক্টোবর বিকেল 5 টা থেকে 16 অক্টোবর পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে প্রতিযোগিতার আবেদনপত্র । নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে । জেলার পুজো উদ্যোক্তারা জেলাশাসক বা মহাকুমা শাসকের কার্যালয়ে তাদের আবেদন পত্র জমা দিতে পারবেন ।