ETV Bharat / city

New Airport Near Kolkata : কলকাতার কাছেই জমি খুঁজছে রাজ্য, ভাঙরে হতে পারে নয়া বিমানবন্দর ! - West Bengal Government planning for a new International airport near Kolkata

বাস্তবে অন্ডাল বিমানবন্দর কোনওভাবেই কলকাতা বিমানবন্দরের বিকল্প হয়ে উঠতে পারেনি। তাই কলকাতা বিমানবন্দরের উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবার রাজ্যে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি খুঁজছে রাজ্য সরকার (West Bengal Government planning for a new International airport near Kolkata)।

New Airport Near Kolkata
কলকাতার কাছেই জমি খুঁজছে রাজ্য, ভাঙরে হতে পারে নয়া বিমানবন্দর !
author img

By

Published : Jan 21, 2022, 9:18 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে বিকল্প বিমানবন্দরের ভাবনা দীর্ঘদিন ধরেই ছিল রাজ্য সরকারের। মূলত সেই ভাবনা থেকেই অন্ডাল বিমানবন্দর চালু করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বাস্তবে অন্ডাল বিমানবন্দর কোনওভাবেই কলকাতা বিমানবন্দরের বিকল্প হয়ে উঠতে পারেনি। তাই কলকাতা বিমানবন্দরের উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবার রাজ্যে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি খুঁজছে রাজ্য সরকার (West Bengal Government planning for a new International airport near Kolkata)। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর, তাতে কলকাতা বিমানবন্দরের নিকটেই গড়ে উঠবে এই বিমানবন্দর। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মিলেছে জমির খোঁজ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার বিমানবন্দরের জন্য যে ধরনের জমির খোঁজ করছে, ঠিক তেমনই জমি রয়েছে ভাঙরে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা মাথায় রেখে নয়া বিমানবন্দরের জন্য জমির খোঁজে রয়েছে রাজ্য সরকার। এখানেই শেষ নয় ৷ নয়া বিমানবন্দরে বোয়িং 777-এর মত বিমান ওঠানামার পরিকাঠামোও বন্দোবস্ত করতে চাইছে রাজ্য।

এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের উপর যা চাপ তাতে নতুন একটি রানওয়ে তৈরি হলে তা অনেকটাই সামলানো সম্ভব হবে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে প্রায় সব জেলাকেই জমি খোঁজার কথা বলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে ভাঙরে রাজ্য সরকারের মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের জন্য জমির সন্ধান দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফে পুরুলিয়ার ছড়রাতেও একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Bagdogra Airport : টানা 15 দিন বন্ধ থাকতে চলেছে বাগডোগরা বিমানবন্দর

রাজ্যে শিল্প ও বিনিয়োগের উপর মনোনিবেশ করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে নয়া বিমানবন্দর থাকাটা অত্যন্ত জরুরি। আর সেই ভাবনা থেকেই নয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কথা রাজ্য সরকারের ভাবনায়।

কলকাতা, 21 জানুয়ারি : কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে বিকল্প বিমানবন্দরের ভাবনা দীর্ঘদিন ধরেই ছিল রাজ্য সরকারের। মূলত সেই ভাবনা থেকেই অন্ডাল বিমানবন্দর চালু করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বাস্তবে অন্ডাল বিমানবন্দর কোনওভাবেই কলকাতা বিমানবন্দরের বিকল্প হয়ে উঠতে পারেনি। তাই কলকাতা বিমানবন্দরের উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবার রাজ্যে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি খুঁজছে রাজ্য সরকার (West Bengal Government planning for a new International airport near Kolkata)। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর, তাতে কলকাতা বিমানবন্দরের নিকটেই গড়ে উঠবে এই বিমানবন্দর। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মিলেছে জমির খোঁজ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার বিমানবন্দরের জন্য যে ধরনের জমির খোঁজ করছে, ঠিক তেমনই জমি রয়েছে ভাঙরে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা মাথায় রেখে নয়া বিমানবন্দরের জন্য জমির খোঁজে রয়েছে রাজ্য সরকার। এখানেই শেষ নয় ৷ নয়া বিমানবন্দরে বোয়িং 777-এর মত বিমান ওঠানামার পরিকাঠামোও বন্দোবস্ত করতে চাইছে রাজ্য।

এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের উপর যা চাপ তাতে নতুন একটি রানওয়ে তৈরি হলে তা অনেকটাই সামলানো সম্ভব হবে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে প্রায় সব জেলাকেই জমি খোঁজার কথা বলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে ভাঙরে রাজ্য সরকারের মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের জন্য জমির সন্ধান দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফে পুরুলিয়ার ছড়রাতেও একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Bagdogra Airport : টানা 15 দিন বন্ধ থাকতে চলেছে বাগডোগরা বিমানবন্দর

রাজ্যে শিল্প ও বিনিয়োগের উপর মনোনিবেশ করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে নয়া বিমানবন্দর থাকাটা অত্যন্ত জরুরি। আর সেই ভাবনা থেকেই নয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কথা রাজ্য সরকারের ভাবনায়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.