ETV Bharat / city

Helipad : দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার - Cyclone Yaas

দক্ষিণ 24 পরগনায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হয় ৷ সেই সময় দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালাতে চারটি হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

west bengal government going to create four new helipad in south 24 parganas
Helipad : দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার
author img

By

Published : Sep 24, 2021, 1:03 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : প্রাকৃতিক বিপর্যয়ের (Natural Disaster) সময় দুর্গত মানুষদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার (West Bengal Government) । দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন গত জুলাই মাসে এই চারটি হেলিপ্যাড (Helipad) তৈরির প্রস্তাব পাঠান পরিবহণ দফতরের কাছে । সেখানে তিনি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দক্ষিণ 24 পরগনা ৷ তাই এই জেলায় জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা উচিত ৷

আরও পড়ুন : Lovely Maitra: সোনারপুরের ত্রাণ শিবিরে রান্না করলেন বিধায়ক লাভলি মৈত্র

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই প্রস্তাব মতো হেলিপ্যাড তৈরির সবুজ সংকেত দিয়েছেন ৷ পূর্ত দফতরকে হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার-2 ব্লকে এই হেলিপ্যাডগুলি তৈরি করা হবে ।

প্রশাসন সূত্রে খবর, চারটি হেলিপ্যাড তৈরিতে ছয় একর জায়গাও চিহ্নিত হয়েছে ৷ গোসাবা গ্রাম পঞ্চায়েতে কৃষক বাজারের জন্য নির্ধারিত মাঠ, পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ও ডায়মন্ডহারবার-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেলিপ্যাড তৈরি করা হবে বলে আপাতত ঠিক হয়েছে ।

আরও পড়ুন : fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের মে মাসে সুপার সাইক্লোন আমফান (Cylcone Amphan) হানা দেয় পশ্চিমবঙ্গে । এই বছর মে মাসেও আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) । দু’টি সাইক্লোনের ক্ষেত্রেই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । যদিও সরকারি তৎপরতায় ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয় ৷ তাতে প্রাণহানি অনেকটাই এড়ানো গিয়েছিল ৷

কিন্তু সেই কাজ করতে গিয়ে প্রতিপদে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনকে ৷ তাই হেলিপ্যাড তৈরি করা গেলে মানুষকে বর্তমানের তুলনায় আরও দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে মনে করেন জেলাশাসক পি উলুগানাথন ৷ তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের পর প্রয়োজন পড়লে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে ৷ এই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্য সরকারকে হেলিপ্যাড তৈরির প্রস্তাব দেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ তাঁর প্রস্তাব বাস্তবসম্মত মনে করেই তাতে রাজ্য সরকার সায় দিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Crocodile Rescued: ফলতায় জলাশয় থেকে উদ্ধার মিষ্টিজলের কুমির

তবে দক্ষিণ 24 পরগনায় সাগরদ্বীপে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে ৷ কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা সাইক্লোনের সময় অধিকাংশ সময়ই সেটি জলের তলায় চলে যায় । তখন সমস্যা হয় ৷ তাই নতুন হেলিপ্যাড তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 24 সেপ্টেম্বর : প্রাকৃতিক বিপর্যয়ের (Natural Disaster) সময় দুর্গত মানুষদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার (West Bengal Government) । দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন গত জুলাই মাসে এই চারটি হেলিপ্যাড (Helipad) তৈরির প্রস্তাব পাঠান পরিবহণ দফতরের কাছে । সেখানে তিনি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দক্ষিণ 24 পরগনা ৷ তাই এই জেলায় জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা উচিত ৷

আরও পড়ুন : Lovely Maitra: সোনারপুরের ত্রাণ শিবিরে রান্না করলেন বিধায়ক লাভলি মৈত্র

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই প্রস্তাব মতো হেলিপ্যাড তৈরির সবুজ সংকেত দিয়েছেন ৷ পূর্ত দফতরকে হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার-2 ব্লকে এই হেলিপ্যাডগুলি তৈরি করা হবে ।

প্রশাসন সূত্রে খবর, চারটি হেলিপ্যাড তৈরিতে ছয় একর জায়গাও চিহ্নিত হয়েছে ৷ গোসাবা গ্রাম পঞ্চায়েতে কৃষক বাজারের জন্য নির্ধারিত মাঠ, পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ও ডায়মন্ডহারবার-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেলিপ্যাড তৈরি করা হবে বলে আপাতত ঠিক হয়েছে ।

আরও পড়ুন : fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের মে মাসে সুপার সাইক্লোন আমফান (Cylcone Amphan) হানা দেয় পশ্চিমবঙ্গে । এই বছর মে মাসেও আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) । দু’টি সাইক্লোনের ক্ষেত্রেই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । যদিও সরকারি তৎপরতায় ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয় ৷ তাতে প্রাণহানি অনেকটাই এড়ানো গিয়েছিল ৷

কিন্তু সেই কাজ করতে গিয়ে প্রতিপদে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনকে ৷ তাই হেলিপ্যাড তৈরি করা গেলে মানুষকে বর্তমানের তুলনায় আরও দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে মনে করেন জেলাশাসক পি উলুগানাথন ৷ তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের পর প্রয়োজন পড়লে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে ৷ এই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্য সরকারকে হেলিপ্যাড তৈরির প্রস্তাব দেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ তাঁর প্রস্তাব বাস্তবসম্মত মনে করেই তাতে রাজ্য সরকার সায় দিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Crocodile Rescued: ফলতায় জলাশয় থেকে উদ্ধার মিষ্টিজলের কুমির

তবে দক্ষিণ 24 পরগনায় সাগরদ্বীপে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে ৷ কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা সাইক্লোনের সময় অধিকাংশ সময়ই সেটি জলের তলায় চলে যায় । তখন সমস্যা হয় ৷ তাই নতুন হেলিপ্যাড তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.