ETV Bharat / city

4 হাজার পেরিয়ে গেল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা - ICU Beds

গত 24 ঘণ্টায় রাজ্যে 193 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 4000-র গণ্ডি পেরোল ৷

Coronavirus
Coronavirus
author img

By

Published : May 26, 2020, 8:15 PM IST

কলকাতা, 26 মে: 4000 পেরিয়ে গেল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 193 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা 193 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4009 ৷ অন্যদিকে রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল 211-এ ৷

রাজ্যে বর্তমানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 2240 ৷ আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফেরার হার 37.06 শতাংশ ৷

আজ রাজ্যে মোট 9228টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 1,57,277 টি কোরোনা নমুনা পরীক্ষা হয়েছে ৷ এরমধ্যে কেবল 2.55 শতাংশেরই রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

রাজ্যে বর্তমানে 34টি ল্যাবে স্যাম্পেল পরীক্ষা হচ্ছে ৷ কোরোনা ভাইরাসের চিকিৎসার জন্য রাজ্যে বর্তমানে 69টি হাসপাতাল রয়েছে ৷ এরমধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ কোরোনা চিকিৎসার জন্য রাজ্যে 920টি ICU বেড ও 392টি ভেন্টিলেটর রয়েছে ৷

কলকাতা, 26 মে: 4000 পেরিয়ে গেল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 193 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা 193 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4009 ৷ অন্যদিকে রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল 211-এ ৷

রাজ্যে বর্তমানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 2240 ৷ আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফেরার হার 37.06 শতাংশ ৷

আজ রাজ্যে মোট 9228টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 1,57,277 টি কোরোনা নমুনা পরীক্ষা হয়েছে ৷ এরমধ্যে কেবল 2.55 শতাংশেরই রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

রাজ্যে বর্তমানে 34টি ল্যাবে স্যাম্পেল পরীক্ষা হচ্ছে ৷ কোরোনা ভাইরাসের চিকিৎসার জন্য রাজ্যে বর্তমানে 69টি হাসপাতাল রয়েছে ৷ এরমধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ কোরোনা চিকিৎসার জন্য রাজ্যে 920টি ICU বেড ও 392টি ভেন্টিলেটর রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.