কলকাতা, 24 মে : কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আদালতের নির্দেশে এখন গৃহবন্দি। এ দিকে, করোনা পরিস্থিতির মোকাবেলা করতে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে । সেই দায়িত্ব ছিল ফিরহাদ হাকিমে। এর ফলে করোনা মোকাবেলার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্ব ভার দেওয়া হল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে । এই কমিটি শুধুমাত্র করোনা অতিমারি মোকাবেলায় কাজ করবে।
কমিটির অন্য দুই সচিব সদস্য হলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এইচ কে দ্বিবেদী এবং রাজ্যের পুর বিষয়ক এবং নগর উন্নয়ন সচিব, খলিল আহমেদ । এই কমিটি দরকার মতো প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যদের মতামত নিতে পারবে ।
আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে কমিটি গঠন করা হল তার মূল কাজ কলকাতা শহরের পুরসভার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে যাতে সঠিক ভাবে পরিচালনা করা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা, তা দেখা । এই কমিটি কলকাতা পুরসভার অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করবে না।