ETV Bharat / city

আমফানের জের, পিছিয়ে গেল রাজ্য মন্ত্রিসভার বৈঠক

author img

By

Published : May 18, 2020, 3:49 PM IST

Updated : May 18, 2020, 8:25 PM IST

মন্ত্রিসভার বৈঠক আগামী বুধবার হওয়ার কথা ছিল ৷

cabinet ministry meeting
নবান্ন

কলকাতা, 18 মে : ঘূর্ণিঝড় আমফানের জেরে পিছিয়ে গেল রাজ্য মন্ত্রিসভার বৈঠক । বুধবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । সেই বৈঠক হবে 28 মে । নবান্ন সূত্রে একথা জানা গিয়েছে ।

এবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে নবান্ন সূত্রে খবর । তারমধ্যে লকডাউন পরবর্তী আর্থিক নীতির বিষয়টিও ছিল । কিন্তু এর মাঝে সুপার সাইক্লোন আমফানের চোখ রাঙানি । সাইক্লোন স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা বুধবার বিকেলেই । বাইরে যখন প্রাকৃতিক দুর্যোগ চলবে তখন নবান্নে মন্ত্রিসভার বৈঠক কিভাবে সম্ভব? সেকারণে এই বৈঠক বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । ওই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সব দপ্তরের সচিব এবং মন্ত্রীদের সংশ্লিষ্ট দপ্তর এবং কন্ট্রোল রুমে থাকতে হবে । মুখ্যমন্ত্রীর নিজেও পুরো বিষয়টি মনিটরিং করতে চান ।

এদিকে দলের সমস্ত সাংসদ বিধায়ককে নিজের নিজের এলাকায় থাকতে বলেছেন মমতা । ত্রাণ ও উদ্ধারকাজে দলীয় নেতা-কর্মীদের সাধ্যমতো সহযোগিতার অনুরোধ করেছেন । ত্রাণ এবং পুনর্বাসনের বিষয়ে যে সব মন্ত্রীর ভূমিকা নেই তাদেরও এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন বলে খবর ।

কলকাতা, 18 মে : ঘূর্ণিঝড় আমফানের জেরে পিছিয়ে গেল রাজ্য মন্ত্রিসভার বৈঠক । বুধবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । সেই বৈঠক হবে 28 মে । নবান্ন সূত্রে একথা জানা গিয়েছে ।

এবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে নবান্ন সূত্রে খবর । তারমধ্যে লকডাউন পরবর্তী আর্থিক নীতির বিষয়টিও ছিল । কিন্তু এর মাঝে সুপার সাইক্লোন আমফানের চোখ রাঙানি । সাইক্লোন স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা বুধবার বিকেলেই । বাইরে যখন প্রাকৃতিক দুর্যোগ চলবে তখন নবান্নে মন্ত্রিসভার বৈঠক কিভাবে সম্ভব? সেকারণে এই বৈঠক বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । ওই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সব দপ্তরের সচিব এবং মন্ত্রীদের সংশ্লিষ্ট দপ্তর এবং কন্ট্রোল রুমে থাকতে হবে । মুখ্যমন্ত্রীর নিজেও পুরো বিষয়টি মনিটরিং করতে চান ।

এদিকে দলের সমস্ত সাংসদ বিধায়ককে নিজের নিজের এলাকায় থাকতে বলেছেন মমতা । ত্রাণ ও উদ্ধারকাজে দলীয় নেতা-কর্মীদের সাধ্যমতো সহযোগিতার অনুরোধ করেছেন । ত্রাণ এবং পুনর্বাসনের বিষয়ে যে সব মন্ত্রীর ভূমিকা নেই তাদেরও এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন বলে খবর ।

Last Updated : May 18, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.