কলকাতা, 6 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্টে ঘাটতি 50 হাজার কোটি টাকার ওপর ৷ তবে, পার্শ্ব শিক্ষকদের বছরে 3 শতাংশ হারে বেতন বৃদ্ধি, অবসরে এককালীন 3 লাখ টাকা করে দেওয়ার আশ্বাসের পরেও তাঁদের স্থায়ীকরণের প্রশ্নে মুখ্যমন্ত্রী উচ্চবাচ্য করেননি ৷ মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতার দিনেই পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন কাঠামোর জন্য নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ঘটে ৷ তাই এই বাজেটকে "মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্বার্থরক্ষার বাজেট " বলে অভিযোগ বাম-কংগ্রেসের ৷
রাজ্যে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ভোট-উত্তাপ টের পাওয়া যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস জোট রাজ্য সরকারের বাজেট নিয়ে মিষ্টি কথা বলবে না, তা কারও অজানা ছিল না ৷ শুধু বাজেট বিরোধিতাই নয়, সারাদিন বাজেট ভাষণ চলাকালীন বিধানসভা চত্বরে রইলেন না রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অধিবেশন বয়কট করে তাঁরা চলে গেলেন দলীয় কর্মসূচিতে। এবং বাজেটে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ৷ অন্যদিকে সুজন চক্রবর্তীর অভিযোগ, "মুখ্যমন্ত্রী রাজ্যটাকে ছারখার করে দিয়েছেন ৷"
আরও পড়ুন : কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র
সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী অযথা প্রতিশ্রুতির কথা বললেন ৷ পাঁচ বছরে কী করবেন সে কথা বললেন । পাঁচ বছর তিনি ক্ষমতায় নেই। তিনি আর দু-তিন মাস ক্ষমতায় আছেন । কেবলমাত্র রাজনীতি করার জন্য বিধানসভাকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী ।"
বাজেটে পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৷ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ৷ জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন, আদিবাসী শিক্ষার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ এসব প্রকল্পের টাকা কোথা থেকে আসবে তার দিশা নেই বাজেটে ৷ পার্শ্বশিক্ষকদের চাকরি স্থায়ীকরণ অথবা মাদ্রাসাকে অনুদান বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন মান্নান-সুজনরা ৷
বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা কথার প্রতিশ্রুতি ছত্রে ছত্রে ভরা রয়েছে মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণে। কয়েক মাস পর এই রাজ্যের মানুষ সমুচিত জবাব দেবে মুখ্যমন্ত্রীকে।"