কলকাতা, 15 নভেম্বর : 2021 বিধানসভা নির্বাচনের আগে নতুন করে দল গোছাচ্ছে BJP ৷ সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল বঙ্গ BJP-তে ৷ রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, সহ-সভাপতি, যুব ও মহিলা মোর্চার সভাপতি সহ BJP-র সমস্ত স্তরে পরিবর্তন করা হচ্ছে । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই নতুন টিম তৈরি করছেন দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায় জুটি । শীর্ষ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে বেশি করে স্থান দিতে হবে BJP-র নতুন দলে ৷
সূত্র মারফত জানানো হয়েছে, BJP-র কমপক্ষে 11টি জেলা সভাপতির পদে পরিবর্তন আনা হচ্ছে ৷ এই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, কালিম্পং, শিলিগুড়ি, বর্ধমান সহ আরও কয়েকটি জেলা ৷ পাশাপাশি 500টি মণ্ডলের সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি আনা হচ্ছে । সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এতগুলি পদের পরিবর্তন একসঙ্গে হতে দেখা যায়নি ৷ বর্তমানে BJP-র সম্পাদক পদে রয়েছেন আটজন পদাধিকারী। নজিরবিহীনভাবে এই 8 জন সম্পাদককেই তাঁদের পদ থেকে সরিয়ে নতুন মুখ হিসাবে নিয়ে আসা হতে পারে নতুন 8 মুখকে।
BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে সম্পাদক পদে আনা হচ্ছে । অনল বিশ্বাস, সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, অমিয় সরকারকে সম্পাদক করা হতে পারে বলে সূত্রের খবর । এই তালিকায় উত্তরবঙ্গ থেকেও নতুন মুখ নিয়ে আসা হচ্ছে।
পাশাপাশি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে রাজ্য কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে । যুব মোর্চার নতুন মুখ হিসেবে উঠে আসতে পারে যুব মোর্চার বর্তমান সহ-সভাপতি তাপস ঘোষ, প্রকাশ দাস, শঙ্কুদেব পান্ডা, শুভ্রাংশু রায় । যুব মোর্চার নতুন একটি উপদেষ্টা ও করা হচ্ছে । এই উপদেষ্টামণ্ডলীতে রাখা হতে পারে যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ সিকদার ও সাংসদ সৌমিত্র খাঁ-কেও। মহিলা মোর্চার সভানেত্রীর তালিকায় আছেন অগ্নিমিত্রা পাল, তনুজা চক্রবর্তী, শশী অগ্নিহোত্রী ।
বর্তমানে BJP-র 5 জন সাধারণ সম্পাদক রয়েছেন । এই পাঁচজনের মধ্যে দু'জনকে পদ থেকে সরিয়ে সহ সভাপতি করা হবে বলে সূত্রের খবর । আবার পদোন্নতি হিসেবে সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক হিসেবেও দু'একজনের নাম উঠে আসছে। BJP-র সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদারকে সাধারণ সম্পাদক করা হচ্ছে । সম্পাদক পদে থাকা দিলীপ ঘোষের গুড বুকে থাকা তুষার ঘোষকে সাধারণ সম্পাদক করা হতে পারে ।
2021-এর বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে একেবারে নতুন টিম তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ । বিধানসভা নির্বাচনের পর কার দখলে থাকবে নবান্ন? কার হাতে থাকবে বাংলার রাজনীতির চালিকাশক্তি? তারই নীল নকশা তৈরি করল BJP । কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সাংগঠনিক স্তরের রদবদলের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে । ডিসেম্বর মাসের মধ্যেই BJP-র রাজ্য কমিটির বড় ধরনের বদল আসছে । বাদ পড়তে পারে একাধিক হেভিওয়েট নেতার মুখ । তাদের জায়গায় আসবে নতুন মুখ ৷ এমনই খবর BJP সূত্রে।
বঙ্গ BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক পরিবর্তনের তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিবর্তনের চূড়ান্ত করবেন । আমরা আমাদের প্রস্তাবিত নাম দিল্লিতে পাঠিয়েছি । 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে করা টক্কর দিতে আমরা প্রস্তুতি শুরু করেছি । মাত্র এক বছর সময় আছে আমাদের হাতে । তার আগে BJP-র সমস্ত সংগঠন মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ আমরা শুরু করেছি । বাংলা দখলে নীল নকশা সেই ভাবেই প্রস্তুত করা হচ্ছে ৷ "