ETV Bharat / city

বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদলের ইঙ্গিত রাজ্য BJP-তে - West Bengal BJP latest news

বিধানসভা নির্বাচনের পর কার দখলে থাকবে নবান্ন? কার হাতে থাকবে বাংলার রাজনীতির চালিকাশক্তি? তারই নীল নকশা তৈরি করল BJP ৷ 2021-এর বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে একেবারে নতুন করে দল সাজাতে চাইছেন দিলীপ ঘোষ । বড়সড় রদবদল হতে পারে বঙ্গ BJP-র সাংগঠনিক স্তরে ৷ সামনে নিয়ে আসা হতে পারে তরুণ নেতাদের ৷

রদবদলের ইঙ্গিত বঙ্গ BJP-তে
author img

By

Published : Nov 15, 2019, 3:37 PM IST

কলকাতা, 15 নভেম্বর : 2021 বিধানসভা নির্বাচনের আগে নতুন করে দল গোছাচ্ছে BJP ৷ সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল বঙ্গ BJP-তে ৷ রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, সহ-সভাপতি, যুব ও মহিলা মোর্চার সভাপতি সহ BJP-র সমস্ত স্তরে পরিবর্তন করা হচ্ছে । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই নতুন টিম তৈরি করছেন দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায় জুটি । শীর্ষ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে বেশি করে স্থান দিতে হবে BJP-র নতুন দলে ৷

সূত্র মারফত জানানো হয়েছে, BJP-র কমপক্ষে 11টি জেলা সভাপতির পদে পরিবর্তন আনা হচ্ছে ৷ এই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, কালিম্পং, শিলিগুড়ি, বর্ধমান সহ আরও কয়েকটি জেলা ৷ পাশাপাশি 500টি মণ্ডলের সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি আনা হচ্ছে । সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এতগুলি পদের পরিবর্তন একসঙ্গে হতে দেখা যায়নি ৷ বর্তমানে BJP-র সম্পাদক পদে রয়েছেন আটজন পদাধিকারী। নজিরবিহীনভাবে এই 8 জন সম্পাদককেই তাঁদের পদ থেকে সরিয়ে নতুন মুখ হিসাবে নিয়ে আসা হতে পারে নতুন 8 মুখকে।

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে সম্পাদক পদে আনা হচ্ছে । অনল বিশ্বাস, সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, অমিয় সরকারকে সম্পাদক করা হতে পারে বলে সূত্রের খবর । এই তালিকায় উত্তরবঙ্গ থেকেও নতুন মুখ নিয়ে আসা হচ্ছে।

পাশাপাশি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে রাজ্য কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে । যুব মোর্চার নতুন মুখ হিসেবে উঠে আসতে পারে যুব মোর্চার বর্তমান সহ-সভাপতি তাপস ঘোষ, প্রকাশ দাস, শঙ্কুদেব পান্ডা, শুভ্রাংশু রায় । যুব মোর্চার নতুন একটি উপদেষ্টা ও করা হচ্ছে । এই উপদেষ্টামণ্ডলীতে রাখা হতে পারে যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ সিকদার ও সাংসদ সৌমিত্র খাঁ-কেও। মহিলা মোর্চার সভানেত্রীর তালিকায় আছেন অগ্নিমিত্রা পাল, তনুজা চক্রবর্তী, শশী অগ্নিহোত্রী ।

বর্তমানে BJP-র 5 জন সাধারণ সম্পাদক রয়েছেন । এই পাঁচজনের মধ্যে দু'জনকে পদ থেকে সরিয়ে সহ সভাপতি করা হবে বলে সূত্রের খবর । আবার পদোন্নতি হিসেবে সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক হিসেবেও দু'একজনের নাম উঠে আসছে। BJP-র সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদারকে সাধারণ সম্পাদক করা হচ্ছে । সম্পাদক পদে থাকা দিলীপ ঘোষের গুড বুকে থাকা তুষার ঘোষকে সাধারণ সম্পাদক করা হতে পারে ।

2021-এর বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে একেবারে নতুন টিম তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ । বিধানসভা নির্বাচনের পর কার দখলে থাকবে নবান্ন? কার হাতে থাকবে বাংলার রাজনীতির চালিকাশক্তি? তারই নীল নকশা তৈরি করল BJP । কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সাংগঠনিক স্তরের রদবদলের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে । ডিসেম্বর মাসের মধ্যেই BJP-র রাজ্য কমিটির বড় ধরনের বদল আসছে । বাদ পড়তে পারে একাধিক হেভিওয়েট নেতার মুখ । তাদের জায়গায় আসবে নতুন মুখ ৷ এমনই খবর BJP সূত্রে।

বঙ্গ BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক পরিবর্তনের তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিবর্তনের চূড়ান্ত করবেন । আমরা আমাদের প্রস্তাবিত নাম দিল্লিতে পাঠিয়েছি । 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে করা টক্কর দিতে আমরা প্রস্তুতি শুরু করেছি । মাত্র এক বছর সময় আছে আমাদের হাতে । তার আগে BJP-র সমস্ত সংগঠন মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ আমরা শুরু করেছি । বাংলা দখলে নীল নকশা সেই ভাবেই প্রস্তুত করা হচ্ছে ৷ "

কলকাতা, 15 নভেম্বর : 2021 বিধানসভা নির্বাচনের আগে নতুন করে দল গোছাচ্ছে BJP ৷ সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল বঙ্গ BJP-তে ৷ রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, সহ-সভাপতি, যুব ও মহিলা মোর্চার সভাপতি সহ BJP-র সমস্ত স্তরে পরিবর্তন করা হচ্ছে । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই নতুন টিম তৈরি করছেন দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায় জুটি । শীর্ষ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে বেশি করে স্থান দিতে হবে BJP-র নতুন দলে ৷

সূত্র মারফত জানানো হয়েছে, BJP-র কমপক্ষে 11টি জেলা সভাপতির পদে পরিবর্তন আনা হচ্ছে ৷ এই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, কালিম্পং, শিলিগুড়ি, বর্ধমান সহ আরও কয়েকটি জেলা ৷ পাশাপাশি 500টি মণ্ডলের সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি আনা হচ্ছে । সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এতগুলি পদের পরিবর্তন একসঙ্গে হতে দেখা যায়নি ৷ বর্তমানে BJP-র সম্পাদক পদে রয়েছেন আটজন পদাধিকারী। নজিরবিহীনভাবে এই 8 জন সম্পাদককেই তাঁদের পদ থেকে সরিয়ে নতুন মুখ হিসাবে নিয়ে আসা হতে পারে নতুন 8 মুখকে।

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে সম্পাদক পদে আনা হচ্ছে । অনল বিশ্বাস, সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, অমিয় সরকারকে সম্পাদক করা হতে পারে বলে সূত্রের খবর । এই তালিকায় উত্তরবঙ্গ থেকেও নতুন মুখ নিয়ে আসা হচ্ছে।

পাশাপাশি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে রাজ্য কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে । যুব মোর্চার নতুন মুখ হিসেবে উঠে আসতে পারে যুব মোর্চার বর্তমান সহ-সভাপতি তাপস ঘোষ, প্রকাশ দাস, শঙ্কুদেব পান্ডা, শুভ্রাংশু রায় । যুব মোর্চার নতুন একটি উপদেষ্টা ও করা হচ্ছে । এই উপদেষ্টামণ্ডলীতে রাখা হতে পারে যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ সিকদার ও সাংসদ সৌমিত্র খাঁ-কেও। মহিলা মোর্চার সভানেত্রীর তালিকায় আছেন অগ্নিমিত্রা পাল, তনুজা চক্রবর্তী, শশী অগ্নিহোত্রী ।

বর্তমানে BJP-র 5 জন সাধারণ সম্পাদক রয়েছেন । এই পাঁচজনের মধ্যে দু'জনকে পদ থেকে সরিয়ে সহ সভাপতি করা হবে বলে সূত্রের খবর । আবার পদোন্নতি হিসেবে সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক হিসেবেও দু'একজনের নাম উঠে আসছে। BJP-র সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদারকে সাধারণ সম্পাদক করা হচ্ছে । সম্পাদক পদে থাকা দিলীপ ঘোষের গুড বুকে থাকা তুষার ঘোষকে সাধারণ সম্পাদক করা হতে পারে ।

2021-এর বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে একেবারে নতুন টিম তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ । বিধানসভা নির্বাচনের পর কার দখলে থাকবে নবান্ন? কার হাতে থাকবে বাংলার রাজনীতির চালিকাশক্তি? তারই নীল নকশা তৈরি করল BJP । কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সাংগঠনিক স্তরের রদবদলের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে । ডিসেম্বর মাসের মধ্যেই BJP-র রাজ্য কমিটির বড় ধরনের বদল আসছে । বাদ পড়তে পারে একাধিক হেভিওয়েট নেতার মুখ । তাদের জায়গায় আসবে নতুন মুখ ৷ এমনই খবর BJP সূত্রে।

বঙ্গ BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক পরিবর্তনের তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিবর্তনের চূড়ান্ত করবেন । আমরা আমাদের প্রস্তাবিত নাম দিল্লিতে পাঠিয়েছি । 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে করা টক্কর দিতে আমরা প্রস্তুতি শুরু করেছি । মাত্র এক বছর সময় আছে আমাদের হাতে । তার আগে BJP-র সমস্ত সংগঠন মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ আমরা শুরু করেছি । বাংলা দখলে নীল নকশা সেই ভাবেই প্রস্তুত করা হচ্ছে ৷ "

Intro:কলকাতা: 2021 এর নির্বাচনের আগে নতুন "টিম" বিজেপির। সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল বঙ্গ বিজেপি তে। রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, সহ-সভাপতি, যুব ও মহিলা মোর্চার সভাপতি, বিজেপির সবকটি সেল এর পরিবর্তন করা হচ্ছে। আর আরএসএসের নির্দেশেই বিজেপি সাংগঠনিক কাজে নতুন টিম তৈরি করছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই নতুন টিম তৈরি করছেন দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায় জুটি। অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন নতুন টিমে একেবারে ইয়ং ব্রিগেড কে সংগঠনের প্রাধান্য দিতে হবে।

বিজেপি সূত্রে খবর, বিজেপির 11 টির বেশি জেলা সভাপতি কে সরিয়ে দেওয়া হচ্ছে। এই 11 টি সাংগঠনিক জেলায় নতুন সভাপতি কে দায়িত্ব দেয়া হবে। এই তালিকায় আছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, কালিংপং, শিলিগুড়ি, বর্ধমান সহ মোট 10 টি জেলা সভাপতি কে তার পদ থেকে সরিয়ে নতুন সভাপতি কে নিয়ে আসা হচ্ছে।



500 টি মন্ডলের সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি করা হচ্ছে। সম্প্রতিকালে এটি একটি নজিরবিহীন ঘটনা। এর আগে একসঙ্গে এতগুলো সভাপতি বদল এর আগে হয়নি।

এই দুই জায়গায় নতুন মুখ দেখা যাবে। বর্তমানে বিজেপির সম্পাদক পদে আটজন পদাধিকারী। নজিরবিহীনভাবে এই 8 জন সম্পাদক কে তার পদ থেকে সরিয়ে নতুন মুখ হিসাবে আর জনকে বসানো হতে পারে। সেই তালিকায় আছে।

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে সম্পাদক করা হচ্ছে। অনল বিশ্বাস, সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, অমিয় সরকার কে সম্পাদক করা হতে পারে। এই তালিকায় উত্তরবঙ্গ থেকেও নতুন মুখ নিয়ে আসা হচ্ছে।



বিজেপির সংগঠনের মূল স্তম্ভ যুব ও মহিলা মোর্চা। বর্তমানে যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার ও মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় কে তার পদ থেকে সরিয়ে রাজ্য কমিটি তে নিয়ে যাওয়া হচ্ছে। যুব মোর্চার নতুন মুখ হিসেবে উঠে আসতে পারে যুব মোর্চার বর্তমান সহ-সভাপতি তাপস ঘোষ, প্রকাশ দাস, শঙ্কুদেব পান্ডা, শুভ্রাংশু রায়। যুব মোর্চার নতুন একটি উপদেষ্টা ও করা হচ্ছে। এই উপদেষ্টামন্ডলী তে থাকছে যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ সিকদার ও সাংসদ সৌমিত্র খাঁ কে।

মহিলা মোর্চার সভানেত্রীর তালিকায় আছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, তনুজা চক্রবর্তী, শশী অগ্নিহোত্রী।







বর্তমানে বিজেপির 5 জন সাধারণ সম্পাদক রয়েছেন। এই পাঁচজনের মধ্যে দুজনকে তার পদ থেকে সরিয়ে সহ সভাপতি করা হবে বলে বিজেপি সূত্রে খবর। আবার পদোন্নতি হিসেবে সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক হিসেবেও দু একজনের নাম উঠে আসছে। বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদারকে সাধারণ সম্পাদক করা হচ্ছে। সম্পাদক পদে থাকা দিলীপ ঘোষের গুড বুকে থাকা তুষার ঘোষ কে সাধারণ সম্পাদক করা হতে পারে।



তবে 2021 এর বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে একেবারে নতুন টিম তৈরি করতে চাইছে দিলীপ ঘোষ।


নবান্ন দখলের নীল নকশা তৈরি করল আরএসএস। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সাংগঠনিক স্তরের রদবদলের চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। ডিসেম্বর মাসের মধ্যেই বিজেপির রাজ্য কমিটির বড় ধরনের বদল আসছে। বাদ পড়তে পারে একাধিক হেভিওয়েট নেতা। তাদের জায়গায় আসবে নতুন মুখ এমনটাই খবর বিজেপি সূত্রে।



বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক পরিবর্তনের তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিবর্তনের চূড়ান্ত করবেন। আমরা আমাদের প্রস্তাবিত নাম দিল্লিতে পাঠিয়েছি। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে করা টক্কর দিতে আমরা প্রস্তুতি শুরু করেছি। মাত্র এক বছর সময় আছে আমাদের হাতে। তার আগে বিজেপির সমস্ত সংগঠনের মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ আমরা শুরু করেছি। বাংলা দখলে নীলনকশা সেই ভাবেই প্রস্তুত করা হচ্ছে"


Body:স্টরি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.