ETV Bharat / city

সভায় ভিড় বাড়াতে তারকারাই কি ভরসা বিজেপির ? - বিজেপি

বুধবার বিজেপিতে যোগদান করলেন টলিউডের একঝাঁক তারকা ৷ এর আগে তৃণমূল কংগ্রেসেও তারকাদের ভিড় দেখা গিয়েছে৷ তাহলে লোক টানতে কি তারকাই ভরসা !

সভায় ভিড় বাড়াতে তারকারাই কি ভরসা বিজেপির ?
সভায় ভিড় বাড়াতে তারকারাই কি ভরসা বিজেপির ?
author img

By

Published : Feb 17, 2021, 10:27 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : নক্ষত্র ৷ মানে যাঁদের জ্বলজ্বল করতে দেখা যায়, কিন্তু ছুঁয়ে দেখার সাধ্য কারও নেই ৷ কিন্তু সেই তারকাই যদি চলে আসে মাটির কাছাকাছি, তাহলে! স্বাভাবিক ভাবেই তখন ভিড় জমবে ৷ হুড়োহুড়ি পড়ে যাবে ওই তারকা এক পলক দেখার জন্য ৷

সেলুলয়েড বা টিভির পর্দার তারকাদের জন্যও এই সূত্রও একশো শতাংশই খাটে ৷ তাঁরা একেবারে সাধারণ মানুষের হাতের কাছে এসে দাঁড়ালে তাঁদের দেখার জন্যই হাজির হন আট থেকে আশি ৷ সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায় ৷ যে কোনও সাংস্কৃতিক সন্ধ্যায় একটু নজর করলেই পরখ করা যায় বিষয়টি ৷

রাজনীতিও এখন এই নিয়মে চলতে শুরু করেছে ৷ বিশেষ করে বঙ্গ-রাজনীতি ৷ গত বছর দশেকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের ভিড় বাড়তে শুরু করে ৷ অনেকে প্রার্থী হন ৷ কেউ কেউ জিতে আজ সাংসদ বা বিধায়ক ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই তারকা যখন কোনও সভা বা সমাবেশে হাজির হন সেখানে যেমন দলের সমর্থকরা, তেমনই ফ্যানেরাও হাজির হয়ে যান প্রিয় তারকাকে একবার দেখার জন্য ৷

এখন প্রশ্ন উঠছে, ভারতীয় জনতা পার্টিও কি সেই পথেই হাঁটতে চলেছে ? তারাও কি ভোটের প্রচারে লোক টানতে তারকাদের হাতিয়ার করতে চলেছে ? এই প্রশ্নগুলি উঠছে তার কারণ, আজ, বুধবারই টলিউডের একঝাঁক তারকা বিজেপিতে যোগদান করেছেন ৷ সেই তালিকায় দীর্ঘদিনের পরিচিত নাম পাপিয়া অধিকারী যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাম্প্রতিক সময়ে তরুণীদের হার্টথ্রব যশ দাশগুপ্ত ৷ এছাড়া রয়েছেন আরও অনেকে ৷

রাজনৈতিক মহল মনে করছে, টালিগঞ্জের কলাকুশলীদের একটা অংশ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা রেখে চলে ৷ বিজেপি সেটা অনুভব করেই টালিগঞ্জের তারকাদের দলে টানার চেষ্টা দীর্ঘদিন ধরে করছে ৷ অনেকে এসেওছেন৷ তাঁদের অনেক দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ৷ আবার অনেকে টিভি ডিবেটে অংশ নিয়ে দলের নীতির কথা সাধারণ মানুষের কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, কেউ কেউ হয়তো এখন পুরোদস্তুর রাজনীতিক হয়ে গিয়েছেন ৷ কিন্তু দিনের শেষে তাঁরা তো তারকাই ৷ তাই মিছিল-মিটিংয়ে তাঁদের উপস্থিতির আলাদা গুরুত্ব রয়েছে ৷ তাই লোক টানতে তারকাদের ভরসা করতেই পারে রাজনৈতিক দলগুলি ৷ কিন্তু এতে লাভ কি কিছু হবে? তার উত্তর তো ভোটের ফল প্রকাশের পর দেখা যাবে ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি : নক্ষত্র ৷ মানে যাঁদের জ্বলজ্বল করতে দেখা যায়, কিন্তু ছুঁয়ে দেখার সাধ্য কারও নেই ৷ কিন্তু সেই তারকাই যদি চলে আসে মাটির কাছাকাছি, তাহলে! স্বাভাবিক ভাবেই তখন ভিড় জমবে ৷ হুড়োহুড়ি পড়ে যাবে ওই তারকা এক পলক দেখার জন্য ৷

সেলুলয়েড বা টিভির পর্দার তারকাদের জন্যও এই সূত্রও একশো শতাংশই খাটে ৷ তাঁরা একেবারে সাধারণ মানুষের হাতের কাছে এসে দাঁড়ালে তাঁদের দেখার জন্যই হাজির হন আট থেকে আশি ৷ সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায় ৷ যে কোনও সাংস্কৃতিক সন্ধ্যায় একটু নজর করলেই পরখ করা যায় বিষয়টি ৷

রাজনীতিও এখন এই নিয়মে চলতে শুরু করেছে ৷ বিশেষ করে বঙ্গ-রাজনীতি ৷ গত বছর দশেকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের ভিড় বাড়তে শুরু করে ৷ অনেকে প্রার্থী হন ৷ কেউ কেউ জিতে আজ সাংসদ বা বিধায়ক ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই তারকা যখন কোনও সভা বা সমাবেশে হাজির হন সেখানে যেমন দলের সমর্থকরা, তেমনই ফ্যানেরাও হাজির হয়ে যান প্রিয় তারকাকে একবার দেখার জন্য ৷

এখন প্রশ্ন উঠছে, ভারতীয় জনতা পার্টিও কি সেই পথেই হাঁটতে চলেছে ? তারাও কি ভোটের প্রচারে লোক টানতে তারকাদের হাতিয়ার করতে চলেছে ? এই প্রশ্নগুলি উঠছে তার কারণ, আজ, বুধবারই টলিউডের একঝাঁক তারকা বিজেপিতে যোগদান করেছেন ৷ সেই তালিকায় দীর্ঘদিনের পরিচিত নাম পাপিয়া অধিকারী যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাম্প্রতিক সময়ে তরুণীদের হার্টথ্রব যশ দাশগুপ্ত ৷ এছাড়া রয়েছেন আরও অনেকে ৷

রাজনৈতিক মহল মনে করছে, টালিগঞ্জের কলাকুশলীদের একটা অংশ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা রেখে চলে ৷ বিজেপি সেটা অনুভব করেই টালিগঞ্জের তারকাদের দলে টানার চেষ্টা দীর্ঘদিন ধরে করছে ৷ অনেকে এসেওছেন৷ তাঁদের অনেক দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ৷ আবার অনেকে টিভি ডিবেটে অংশ নিয়ে দলের নীতির কথা সাধারণ মানুষের কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, কেউ কেউ হয়তো এখন পুরোদস্তুর রাজনীতিক হয়ে গিয়েছেন ৷ কিন্তু দিনের শেষে তাঁরা তো তারকাই ৷ তাই মিছিল-মিটিংয়ে তাঁদের উপস্থিতির আলাদা গুরুত্ব রয়েছে ৷ তাই লোক টানতে তারকাদের ভরসা করতেই পারে রাজনৈতিক দলগুলি ৷ কিন্তু এতে লাভ কি কিছু হবে? তার উত্তর তো ভোটের ফল প্রকাশের পর দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.