ETV Bharat / city

"তৃণমূলকে জেতালে বাংলা কাশ্মীর হবে", শুভেন্দুর তোপে জবাব ওমরের

"তৃণমূলকে জেতালে বাংলা কাশ্মীর হবে ৷" শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন ওমর আবদুল্লাহ ৷ যদিও ব্রিগেডের সভাতেও ফের একই কথা বলেন শুভেন্দু ৷

author img

By

Published : Mar 7, 2021, 1:57 PM IST

Updated : Mar 7, 2021, 6:17 PM IST

west-bengal-assembly-election-2021-whats-wrong-with-bengal-becoming-kashmir-omar-abdullahs-says-at-suvendu-adhikary
"তৃণমূলকে জেতালে বাংলা কাশ্মীর হবে", শুভেন্দুর তোপে জবাব ওমরের

শ্রীনগর, 7 মার্চ: বাংলার রাজনৈতিক লড়াইয়ে এ বার সামিল ভূস্বর্গ ৷ তা অবশ্য বঙ্গ বিজেপির সৌজন্যে ৷ কাশ্মীরকে টেনে মন্তব্য করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করেছেন প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ বিজেপির নন্দীগ্রামের প্রার্থী বিস্বাদ ও নির্বোধের মতো মন্তব্য করেছেন বলে তোপ দেগেছেন তিনি ৷

ঘটনার সূত্রপাত শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে ঘিরে ৷ শনিবার বেহালার মুচিপাড়ায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, "যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে ৷" এই কথাকেই ভালোভাবে নেননি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ শুভেন্দুর কথার জবাব দিয়ে তিনি টুইট করেছেন ৷ টুইটে ওমর লিখেছেন, "কিন্তু আপনাদের মতো বিজেপিওয়ালাদের কথা অনুযায়ী, 2019 সালের অগস্টের পর থেকে কাশ্মীর স্বর্গ হয়ে গিয়েছে ৷ তাই যদি পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যায়, তাহলে ক্ষতি কী? যাই হোক, বাঙালিরা কাশ্মীরকে ভালোবাসে এবং আরও বেশি সংখ্যায় কাশ্মীর আসুন যাতে আপনাকে ও আপনার বিস্বাদ ও নির্বোধের মতো মন্তব্যকে আমরা ক্ষমা করতে পারি ৷"

  • But according to you BJP wallas Kashmir has become paradise after August 2019 so what’s wrong with West Bengal becoming Kashmir? Anyway, Bengalis love Kashmir & visit us in large numbers so we forgive you your stupid, tasteless comment. https://t.co/drxRLxvIO1

    — Omar Abdullah (@OmarAbdullah) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও ব্রিগেডের সমাবেশ থেকে ফের কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "কলকাতা লন্ডন হয়নি ৷ তবে তৃণমূলকে ক্ষমতায় ফেরালে বাংলা কাশ্মীর হয়ে যাবে ৷ আপনাদের অবস্থা কাশ্মীরের পণ্ডিতদের মতো হয়ে যাবে ৷"

আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে মুখোমুখি লড়াইয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর নাম ৷ এরপরই শুভেন্দু নন্দীগ্রামের জনতার উদ্দেশে বলেন, "আমি ভূমিপুত্র, মমতা বহিরাগত৷ তাই আমি তাঁকে হারিয়ে কলকাতায় ফেরত পাঠাব ৷"

আরও পড়ুন: নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

শুভেন্দু অধিকারী 2016 সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন ৷ গত ডিসেম্বরে তিনি তৃণমূল ছাড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর বিজেপিতে যোগদান করেন ৷ এর পরই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও বিজেপির কে প্রার্থী হবেন, সেই প্রশ্নের উত্তর অধরা ছিল ৷

তবে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ‘হাফ লাখ’ ভোটে হারাবেন ৷ দল চাইলে তিনিও প্রার্থী হতে রাজি বলে জানিয়েছিলেন ৷ তাছাড়া মমতাকেও শুধু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি ৷ এই অবস্থায় শনিবার জল্পনা কাটায় বিজেপি ৷

শ্রীনগর, 7 মার্চ: বাংলার রাজনৈতিক লড়াইয়ে এ বার সামিল ভূস্বর্গ ৷ তা অবশ্য বঙ্গ বিজেপির সৌজন্যে ৷ কাশ্মীরকে টেনে মন্তব্য করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করেছেন প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ বিজেপির নন্দীগ্রামের প্রার্থী বিস্বাদ ও নির্বোধের মতো মন্তব্য করেছেন বলে তোপ দেগেছেন তিনি ৷

ঘটনার সূত্রপাত শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে ঘিরে ৷ শনিবার বেহালার মুচিপাড়ায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, "যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে ৷" এই কথাকেই ভালোভাবে নেননি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ শুভেন্দুর কথার জবাব দিয়ে তিনি টুইট করেছেন ৷ টুইটে ওমর লিখেছেন, "কিন্তু আপনাদের মতো বিজেপিওয়ালাদের কথা অনুযায়ী, 2019 সালের অগস্টের পর থেকে কাশ্মীর স্বর্গ হয়ে গিয়েছে ৷ তাই যদি পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যায়, তাহলে ক্ষতি কী? যাই হোক, বাঙালিরা কাশ্মীরকে ভালোবাসে এবং আরও বেশি সংখ্যায় কাশ্মীর আসুন যাতে আপনাকে ও আপনার বিস্বাদ ও নির্বোধের মতো মন্তব্যকে আমরা ক্ষমা করতে পারি ৷"

  • But according to you BJP wallas Kashmir has become paradise after August 2019 so what’s wrong with West Bengal becoming Kashmir? Anyway, Bengalis love Kashmir & visit us in large numbers so we forgive you your stupid, tasteless comment. https://t.co/drxRLxvIO1

    — Omar Abdullah (@OmarAbdullah) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও ব্রিগেডের সমাবেশ থেকে ফের কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "কলকাতা লন্ডন হয়নি ৷ তবে তৃণমূলকে ক্ষমতায় ফেরালে বাংলা কাশ্মীর হয়ে যাবে ৷ আপনাদের অবস্থা কাশ্মীরের পণ্ডিতদের মতো হয়ে যাবে ৷"

আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে মুখোমুখি লড়াইয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর নাম ৷ এরপরই শুভেন্দু নন্দীগ্রামের জনতার উদ্দেশে বলেন, "আমি ভূমিপুত্র, মমতা বহিরাগত৷ তাই আমি তাঁকে হারিয়ে কলকাতায় ফেরত পাঠাব ৷"

আরও পড়ুন: নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

শুভেন্দু অধিকারী 2016 সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন ৷ গত ডিসেম্বরে তিনি তৃণমূল ছাড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর বিজেপিতে যোগদান করেন ৷ এর পরই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও বিজেপির কে প্রার্থী হবেন, সেই প্রশ্নের উত্তর অধরা ছিল ৷

তবে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ‘হাফ লাখ’ ভোটে হারাবেন ৷ দল চাইলে তিনিও প্রার্থী হতে রাজি বলে জানিয়েছিলেন ৷ তাছাড়া মমতাকেও শুধু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি ৷ এই অবস্থায় শনিবার জল্পনা কাটায় বিজেপি ৷

Last Updated : Mar 7, 2021, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.