কলকাতা, 2 মার্চ : ফের সংবাদ শিরোনামে হাথরস। এবার উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে 2018 সালের জুলাই মাসে একটি মেয়েকে শ্লীলতাহানি করার ঘটনায় নির্যাতিতার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। সোমবার ওই অভিযুক্তদের তিনজন নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করে। আর এই ঘটনাটি সামনে রেখে আরও একবার উত্তরপ্রদেশের যোগী সরকারকে একহাত নিল তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, এদিনই উত্তরবঙ্গের মালদায় ভোট প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমাবেশ থেকে রাজ্যে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন বলে কিছু নেই। এখানে আছে শুধু তোষণ আর রাজনীতি। এখানে লাভ জিহাদের ঘটনা ঘটে। হত্যার মতো ঘটনা ঘটে। তিনি বলেন, ‘‘একুশের নির্বাচনে বিজেপিকে নিয়ে আসুন৷ বাংলায় গরু চুরি থেকে শুরু করে সব অরাজকতা বন্ধ হয়ে যাবে।’’
এদিন এই আক্রমণের জবাব টুইটারে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সদ্য তৃণমূলে যোগ দেওয়া ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অভিনেত্রী সায়নী ঘোষও হাথরসের ঘটনাকে কেন্দ্র করে যোগী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। এদিন পার্থ চট্টোপাধ্যায় লেখেন, পশ্চিমবঙ্গে প্রচারে আসার আগে নিজের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নজর দিন যোগী আদিত্যনাথ। আপনি কি জবাব দেবেন যৌন নিপীড়নে অভিযুক্ত এক অপরাধী কী করে নির্যাতিতার বাবাকে নির্মমভাবে গুলি করে হত্যা করতে পারে?
সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। টুইটারে তাঁরও আক্রমণের লক্ষ্য ছিল যোগী সরকার। তিনি লিখেছেন, আবার এক ঘৃণ্য ঘটনা, আবার সেই হাথরস৷ সেই যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশ। নিজের ঘর সামলাতে পারেন না তিনি আসছেন বাংলায় প্রচার করতে। উনি কি জবাব দেবেন, কী করে এক নির্যাতিতার বাবাকে সেই নির্যাতনে অভিযুক্ত অপরাধী ১২ বার গুলি করে হত্যা করতে পারে?’
একই বিষয় নিয়ে যোগী সরকারকে কটাক্ষ করেছেন অভিনেত্রী সায়নী ঘোষও। তিনি লিখেছেন, ‘‘হাথরসে একজন কৃষক পিতা তার কন্যাকে শ্লীলতাহানি করার অভিযোগ করেছিলেন। ওই কৃষক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল। এর ফল হিসাবে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল। একবার ভাবুন!’’
আরও পড়ুন : বাংলায় রাম-দ্রোহীদের জায়গা দেবেন না মোদির 'সিদ্ধ-পুরুষ' যোগী
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘটনাকে সামনে রেখেই যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘‘এভাবেই কি সোনার বাংলা বানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দল। বিজেপি শাসনে আদৌও কি সোনার উত্তরপ্রদেশ তৈরি করা সম্ভব হয়েছে? নাকি তারা বাংলাকে উত্তরপ্রদেশ গড়ে তুলতে চান। সেই উত্তর প্রদেশ, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই, সেই উত্তর প্রদেশ যেখানে নাগরিক কি খাবে, তা ঠিক করার অধিকার নেই। এই রাজ্যের মানুষ কখনোই বাংলাকে চেহারায় দেখতে চান না। তাই ভোট পাখি হয়ে যোগী আদিত্যনাথেরা যতই বাংলায় আসুন, তাতে কোনও লাভ হবে না।’’