ETV Bharat / city

মুখ্যমন্ত্রী ও স্টার ক্যাম্পেনারদের নিরাপত্তা আঁটোসাঁটো করল কমিশন - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ রাজ্যে যে স্টার ক্যাম্পেনাররা প্রচার চালাবেন, তাঁদেরও নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে ৷

west-bengal-assembly-election-2021-security-beefed-up-for-cm-mamata-banerjee-and-star-campaigners
মুখ্যমন্ত্রী ও স্টার ক্যাম্পেনারদের নিরাপত্তা আঁটোসাঁটো করল কমিশন
author img

By

Published : Mar 14, 2021, 7:21 AM IST

কলকাতা, 14 মার্চ: কোনও হামলা নয়, নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই দাবি করেছে নির্বাচন কমিশন ৷ তবে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ৷ পাশাপাশি স্টার ক্যাম্পেনারদেরও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

ভোটের মুখেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা ৷ কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে তৃণমূল ৷ তবে কমিশন জানিয়ে দিয়েছে যে, দুর্ঘটনার কারণেই তৃণমূল নেত্রী আহত হয়েছিলেন ৷ কমিশনের দ্বারা বাংলায় নিযুক্ত বিবেক দুবে জানিয়েছেন, ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর উপর কোনও হামলার প্রমাণ মেলেনি । দুর্ঘটনাবশতই আঘাত পান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির

তবুও এত গুরুতর ঘটনার পর নিরাপত্তা নিয়ে আর কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে । এডিজি আইনশৃঙ্খলা এমনটাই নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। পাশাপাশি স্টার ক্যাম্পেনারদেরও জন্যেও নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করতে বলেছে কমিশন ।

কমিশনের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, নিরাপত্তার ব্যাপারে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না ।

কলকাতা, 14 মার্চ: কোনও হামলা নয়, নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই দাবি করেছে নির্বাচন কমিশন ৷ তবে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ৷ পাশাপাশি স্টার ক্যাম্পেনারদেরও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

ভোটের মুখেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা ৷ কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে তৃণমূল ৷ তবে কমিশন জানিয়ে দিয়েছে যে, দুর্ঘটনার কারণেই তৃণমূল নেত্রী আহত হয়েছিলেন ৷ কমিশনের দ্বারা বাংলায় নিযুক্ত বিবেক দুবে জানিয়েছেন, ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর উপর কোনও হামলার প্রমাণ মেলেনি । দুর্ঘটনাবশতই আঘাত পান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির

তবুও এত গুরুতর ঘটনার পর নিরাপত্তা নিয়ে আর কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে । এডিজি আইনশৃঙ্খলা এমনটাই নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। পাশাপাশি স্টার ক্যাম্পেনারদেরও জন্যেও নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করতে বলেছে কমিশন ।

কমিশনের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, নিরাপত্তার ব্যাপারে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.