ETV Bharat / city

রথযাত্রার সমাপ্তিতে কলকাতায় মোদি, 7 মার্চ ব্রিগেডে জনসভা !

বিজেপির রথযাত্রার সমাপ্তিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি ব্রিগেডে জনসভায় বক্তব্য রাখবেন 7 মার্চ। বঙ্গ বিজেপির সূত্রে এই খবর মিলেছে।

author img

By

Published : Feb 19, 2021, 9:07 AM IST

west bengal assembly election 2021: pm narendra modi to come at the end of rathyatra and will join brigade meeting
রথযাত্রার সমাপ্তিতে কলকাতায় মোদি, 7 মার্চ ব্রিগেডে জনসভা !

কলকাতা, 19 ফেব্রুয়ারি: পাখির চোখ 2021 সালের বিধানসভা নির্বাচন । বিজেপির রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 7 মার্চ ব্রিগেডে জনসভা করবেন তিনি । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিজেপির 4টি জোন থেকে রথযাত্রার সূচনা হয়েছে । সব ক'টি রথযাত্রা 7 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে । বিজেপির 39 টি সাংগঠনিক জেলা সভাপতিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে । 28 ফেব্রুয়ারিও ফের একগুচ্ছ সরকারি কর্মসূচির সূচনায় কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার আগে 22 ফেব্রুয়ারি হুগলিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী । শুধু জনসভা নয়, একটি সরকারি কর্মসূচিতেও অংশ নেবেন তিনি । নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সূচনা করবেন মোদি ।

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গ, নবদ্বীপ, হাওড়া, হুগলি ও মেদিনীপুর, কলকাতা জোন থেকে রথযাত্রার সূচনা হয়েছে। সব কটি রথযাত্রা শেষ করতে হবে ৭ মার্চ। আর এই রথযাত্রা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় নির্দেশ পৌঁছে গিয়েছে ।

আরও পড়ুন: একুশের নির্বাচনে ধর্মীয় ভাবাবেগই কি ভোটের প্রধান ইশু হওয়ার পথে এগোচ্ছে ?

বিজেপির সহ সভাপতি ও রথযাত্রার আহ্বায়ক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রথযাত্রার মাধ্যমেই বাংলায় পরিবর্তন আসবে। আর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এসে ব্রিগেডে জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।"

কলকাতা, 19 ফেব্রুয়ারি: পাখির চোখ 2021 সালের বিধানসভা নির্বাচন । বিজেপির রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 7 মার্চ ব্রিগেডে জনসভা করবেন তিনি । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিজেপির 4টি জোন থেকে রথযাত্রার সূচনা হয়েছে । সব ক'টি রথযাত্রা 7 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে । বিজেপির 39 টি সাংগঠনিক জেলা সভাপতিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে । 28 ফেব্রুয়ারিও ফের একগুচ্ছ সরকারি কর্মসূচির সূচনায় কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার আগে 22 ফেব্রুয়ারি হুগলিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী । শুধু জনসভা নয়, একটি সরকারি কর্মসূচিতেও অংশ নেবেন তিনি । নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সূচনা করবেন মোদি ।

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গ, নবদ্বীপ, হাওড়া, হুগলি ও মেদিনীপুর, কলকাতা জোন থেকে রথযাত্রার সূচনা হয়েছে। সব কটি রথযাত্রা শেষ করতে হবে ৭ মার্চ। আর এই রথযাত্রা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় নির্দেশ পৌঁছে গিয়েছে ।

আরও পড়ুন: একুশের নির্বাচনে ধর্মীয় ভাবাবেগই কি ভোটের প্রধান ইশু হওয়ার পথে এগোচ্ছে ?

বিজেপির সহ সভাপতি ও রথযাত্রার আহ্বায়ক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রথযাত্রার মাধ্যমেই বাংলায় পরিবর্তন আসবে। আর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এসে ব্রিগেডে জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.