ETV Bharat / city

তাঁর বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

নরেন্দ্র মোদি বন্ধুদের জন্য কাজ করেন বলে বারবার অভিযোগ করে বিরোধীরা ৷ এদিন সেই অভিযোগ প্রসঙ্গেই মুখ খুললেন তিনি৷ জানালেন কারা তাঁর বন্ধু ৷

মোদির বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি
মোদির বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি
author img

By

Published : Mar 7, 2021, 5:00 PM IST

Updated : Mar 7, 2021, 7:46 PM IST

কলকাতা, 7 মার্চ : হাম দো, হামারে দো ৷ একেবারে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে পুরনো একটি বিজ্ঞাপনের স্লোগান তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি অভিযোগ করেছিলেন যে বিজেপিতে দু’জন সরকার চালায় ৷ দেশে দু’জন বন্ধুর জন্য মোদি কাজ করেন ৷

তবে শুধু রাহুল নন ৷ মোদি বিরোধীরা বারবার তাঁকে ‘বন্ধু’দের জন্য কাজ করার খোঁচা দিয়েছে ৷ রবিবার কলকাতায় ব্রিগেড থেকে এবার সেই বন্ধুদের কথা তুললেন প্রধানমন্ত্রী ৷ জানালেন যে আসলে কারা তাঁর বন্ধু ৷

এদিন ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি সরাসরি বলেন, ‘‘বাংলায় নিজের বন্ধুদের জন্য কাজ করতে এসেছি ৷ আপনারাই আমার বন্ধু ৷’’ তবে বাংলা নয়, গোটা ভারতের সমস্ত নাগরিকই যে তাঁর ‘বন্ধু’ সেটাই এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, ‘‘130 কোটির ভারতবাসী আমার বন্ধু ৷’’

তাই পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন ৷ পাশাপাশি উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘‘আপনারা কি চান বন্ধুত্ব চলবে নাকি তোলাবাজি ?’’

তাঁর বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনসভায় মোদির মুখে শোনা যেত ‘মিত্রোঁ’ শব্দটি ৷ যার অর্থও বন্ধু ৷ নোটবাতিলের ঘোষণার সময়ও তিনি ওই শব্দ দেশবাসীর উদ্দেশ্যে ব্যবহার করেন ৷ তার পর নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ৷ এর পর আর তাঁকে ‘মিত্রোঁ’ শব্দটি বলতে শোনা যায়নি ৷ এতদিন ‘ভাইয়ো আউর বেহনো’ বলেই জনতার উদ্দেশ্যে ভাষণ শুরু করতেন ৷

আরও পড়ুন : আসল পরিবর্তন কেমন হবে ? ব্রিগেডে জানিয়ে গেলেন মোদি

এদিন আবার তাঁর মুখে শোনা গেল বন্ধুর কথা ৷ তবে আর তিনি ‘মিত্রোঁ’ বলেননি ৷ এবার তিনি ‘দোস্ত’ বলে উল্লেখ করেছেন ৷

কলকাতা, 7 মার্চ : হাম দো, হামারে দো ৷ একেবারে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে পুরনো একটি বিজ্ঞাপনের স্লোগান তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি অভিযোগ করেছিলেন যে বিজেপিতে দু’জন সরকার চালায় ৷ দেশে দু’জন বন্ধুর জন্য মোদি কাজ করেন ৷

তবে শুধু রাহুল নন ৷ মোদি বিরোধীরা বারবার তাঁকে ‘বন্ধু’দের জন্য কাজ করার খোঁচা দিয়েছে ৷ রবিবার কলকাতায় ব্রিগেড থেকে এবার সেই বন্ধুদের কথা তুললেন প্রধানমন্ত্রী ৷ জানালেন যে আসলে কারা তাঁর বন্ধু ৷

এদিন ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি সরাসরি বলেন, ‘‘বাংলায় নিজের বন্ধুদের জন্য কাজ করতে এসেছি ৷ আপনারাই আমার বন্ধু ৷’’ তবে বাংলা নয়, গোটা ভারতের সমস্ত নাগরিকই যে তাঁর ‘বন্ধু’ সেটাই এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, ‘‘130 কোটির ভারতবাসী আমার বন্ধু ৷’’

তাই পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন ৷ পাশাপাশি উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘‘আপনারা কি চান বন্ধুত্ব চলবে নাকি তোলাবাজি ?’’

তাঁর বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনসভায় মোদির মুখে শোনা যেত ‘মিত্রোঁ’ শব্দটি ৷ যার অর্থও বন্ধু ৷ নোটবাতিলের ঘোষণার সময়ও তিনি ওই শব্দ দেশবাসীর উদ্দেশ্যে ব্যবহার করেন ৷ তার পর নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ৷ এর পর আর তাঁকে ‘মিত্রোঁ’ শব্দটি বলতে শোনা যায়নি ৷ এতদিন ‘ভাইয়ো আউর বেহনো’ বলেই জনতার উদ্দেশ্যে ভাষণ শুরু করতেন ৷

আরও পড়ুন : আসল পরিবর্তন কেমন হবে ? ব্রিগেডে জানিয়ে গেলেন মোদি

এদিন আবার তাঁর মুখে শোনা গেল বন্ধুর কথা ৷ তবে আর তিনি ‘মিত্রোঁ’ বলেননি ৷ এবার তিনি ‘দোস্ত’ বলে উল্লেখ করেছেন ৷

Last Updated : Mar 7, 2021, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.