কলকাতা, 7 মার্চ : হাম দো, হামারে দো ৷ একেবারে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে পুরনো একটি বিজ্ঞাপনের স্লোগান তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি অভিযোগ করেছিলেন যে বিজেপিতে দু’জন সরকার চালায় ৷ দেশে দু’জন বন্ধুর জন্য মোদি কাজ করেন ৷
তবে শুধু রাহুল নন ৷ মোদি বিরোধীরা বারবার তাঁকে ‘বন্ধু’দের জন্য কাজ করার খোঁচা দিয়েছে ৷ রবিবার কলকাতায় ব্রিগেড থেকে এবার সেই বন্ধুদের কথা তুললেন প্রধানমন্ত্রী ৷ জানালেন যে আসলে কারা তাঁর বন্ধু ৷
এদিন ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি সরাসরি বলেন, ‘‘বাংলায় নিজের বন্ধুদের জন্য কাজ করতে এসেছি ৷ আপনারাই আমার বন্ধু ৷’’ তবে বাংলা নয়, গোটা ভারতের সমস্ত নাগরিকই যে তাঁর ‘বন্ধু’ সেটাই এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, ‘‘130 কোটির ভারতবাসী আমার বন্ধু ৷’’
তাই পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন ৷ পাশাপাশি উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘‘আপনারা কি চান বন্ধুত্ব চলবে নাকি তোলাবাজি ?’’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনসভায় মোদির মুখে শোনা যেত ‘মিত্রোঁ’ শব্দটি ৷ যার অর্থও বন্ধু ৷ নোটবাতিলের ঘোষণার সময়ও তিনি ওই শব্দ দেশবাসীর উদ্দেশ্যে ব্যবহার করেন ৷ তার পর নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ৷ এর পর আর তাঁকে ‘মিত্রোঁ’ শব্দটি বলতে শোনা যায়নি ৷ এতদিন ‘ভাইয়ো আউর বেহনো’ বলেই জনতার উদ্দেশ্যে ভাষণ শুরু করতেন ৷
আরও পড়ুন : আসল পরিবর্তন কেমন হবে ? ব্রিগেডে জানিয়ে গেলেন মোদি
এদিন আবার তাঁর মুখে শোনা গেল বন্ধুর কথা ৷ তবে আর তিনি ‘মিত্রোঁ’ বলেননি ৷ এবার তিনি ‘দোস্ত’ বলে উল্লেখ করেছেন ৷