কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের মোদি সরকারকে তাঁর চ্যালেঞ্জ, বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক ৷
সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই মিছিলের শেষে সভা হয় ৷ ওই সভা থেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তৃণমূল নেত্রীর কথায়, মোদীবাবু ও শাহবাবু বারবার আসছেন ৷ সিন্ডিকেটের দু’জন নেতা ৷ বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলে ৷ প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে দেখিনি ৷
এমনকী, রবিবার ব্রিগেডে বিজেপির সভা নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ বিজেপির ব্রিগেডকে ‘বিগ্রেড’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভা থেকে মোদি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই কটাক্ষ করেন তিনি ৷ পাশাপাশি মজা করে জানান, বিজেপি নির্বাচন এলেই গ্যাস (মিথ্যা) দেয় ৷
আরও পড়ুন : রাজ্যে ভোটপর্বে সংসদের অধিবেশন মুলতুবির আবেদন তৃণমূলের
এর পরই তিনি রান্নার গ্যাসের দাম ও জ্বালানি তেলের দাম নিয়ে একাধিক অভিযোগ করলেন ৷ মমতার দাবি, বিশ্বের বাজারে অপরিশোধিত তেল কমে যাচ্ছিল, তখন কেন্দ্র জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ৷ এর পরই মমতা চ্যালেঞ্জ ছোঁড়েন ৷ জানান, বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক ৷