ETV Bharat / city

ব্রিগেডের আগেই আব্বাসের সঙ্গে জোটের আলোচনা শেষ করতে মরিয়া বাম-কংগ্রেস - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ব্রিগেডের সমাবেশের আগেই আব্বাসের দলের সঙ্গে জোটের আলোচনা শেষ করতে চায় বাম-কংগ্রেস। এ ব্যাপারে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলছেন কংগ্রেসের আরও দুই নেতা আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য।

west bengal assembly election 2021: left and congress trying to fix alliance with isf before brigade meeting
ব্রিগেডের আগেই আব্বাসের সঙ্গে জোটের আলোচনা শেষ করতে মরিয়া বাম-কংগ্রেস
author img

By

Published : Feb 25, 2021, 10:05 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: হাইকম্যান্ডের ফোন পেয়ে তড়িঘড়ি সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন আবদুল মান্নান। সেখান থেকেই অধীর চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা হল দুই নেতার। আসন্ন ব্রিগেড সমাবেশের আগেই আসন সমঝোতা নিয়ে আইএসএফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে।

বামফ্রন্ট এবং কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যদি আব্বাস সিদ্দিকী অংশগ্রহণ না-করেন, তাহলে ভুল বার্তা যেতে পারে রাজ্যবাসীর কাছে। সে কথা চিন্তা করেই কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধি রাজ্য কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে আলোচনা মিটিয়ে নিতে।

আরও পড়ুন: আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

সূত্রের খবর, অধীর চৌধুরী আগামী দু-একদিনের মধ্যেই ফের কথা বলবেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে অথবা তাঁর দলের প্রতিনিধিদের সঙ্গে। মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আব্বাস সিদ্দিকী আসনের দাবি জানিয়েছেন। যা নিয়ে কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়েছে। একাধিকবার বৈঠক করেও সমাধানসূত্র মেলেনি। আগামী রবিবারের ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অংশগ্রহণ না করলে জোট ভেস্তে যাচ্ছে বলে মনে করা যেতেই পারে। শুক্র এবং শনিবারের মধ্যেই কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৈঠক হওয়া প্রয়োজন। না হলে আসন সমঝোতায় থাকবে না আইএসএফ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: হাইকম্যান্ডের ফোন পেয়ে তড়িঘড়ি সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন আবদুল মান্নান। সেখান থেকেই অধীর চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা হল দুই নেতার। আসন্ন ব্রিগেড সমাবেশের আগেই আসন সমঝোতা নিয়ে আইএসএফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে।

বামফ্রন্ট এবং কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যদি আব্বাস সিদ্দিকী অংশগ্রহণ না-করেন, তাহলে ভুল বার্তা যেতে পারে রাজ্যবাসীর কাছে। সে কথা চিন্তা করেই কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধি রাজ্য কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে আলোচনা মিটিয়ে নিতে।

আরও পড়ুন: আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

সূত্রের খবর, অধীর চৌধুরী আগামী দু-একদিনের মধ্যেই ফের কথা বলবেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে অথবা তাঁর দলের প্রতিনিধিদের সঙ্গে। মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আব্বাস সিদ্দিকী আসনের দাবি জানিয়েছেন। যা নিয়ে কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়েছে। একাধিকবার বৈঠক করেও সমাধানসূত্র মেলেনি। আগামী রবিবারের ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অংশগ্রহণ না করলে জোট ভেস্তে যাচ্ছে বলে মনে করা যেতেই পারে। শুক্র এবং শনিবারের মধ্যেই কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৈঠক হওয়া প্রয়োজন। না হলে আসন সমঝোতায় থাকবে না আইএসএফ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.