ঠাকুরনগর, 11 ফেব্রুয়ারি : মতুয়াদের দাবি মেনে আগেই সংশোধিত নাগরিকত্ব আইন আগেই চালু করেছে কেন্দ্রের মোদি সরকার৷ তবে তা এখনও কার্যকর হয়নি৷ কিন্তু কবে তা কার্যকর হবে, সেই বার্তা দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ মতুয়াদের কল্যাণে আরও অনেক বার্তা দিয়ে গেলেন৷
তিনি জানালেন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের মসনদে বসার সঙ্গে সঙ্গেই চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা’ চালু করবে৷ একই সঙ্গে পর্যটন সার্কিটের সঙ্গে ঠাকুরনগরকে জুড়তে চায় বিজেপি৷ সেই কথাও এদিন তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরকে পর্যটন সার্কিটের সঙ্গে জুড়ে দেওয়া হবে৷ ঠাকুরনগরে পর্যটন কেন্দ্র হবে৷
তাঁর দাবি, ঠাকুরনগর রেল স্টেশনের নাম শ্রীধাম ঠাকুরনগর রাখতে চায় কেন্দ্র৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই অনুমতি দিচ্ছে না বলে অমিত শাহের অভিযোগ৷ তাই এই রাজ্যে বিজেপি সরকার এলে ওই রেল স্টেশনের নাম পরিবর্তন করা হবে৷
আরও পড়ুন : ‘আমরা যা বলি তাই করি’, সিএএ নিয়ে ঠাকুরনগরে বললেন অমিত শাহ
এদিন ঠাকুরনগরে সভা করেন অমিত শাহ৷ সেই সভা থেকেই তিনি এই কথাগুলি বলেন৷ এছাড়া একাধিক ইশুতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন৷ কোরোনার টিকাকরণের কাজ শেষ হলেই সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করার কাজ হবে৷