ETV Bharat / city

কংগ্রেসে ভরসা, তবুও সতর্ক হয়েই পা ফেলতে চায় বামেরা - Congress-CPIM alliance in 2021 Assembly Election Bengal

শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।
author img

By

Published : Aug 10, 2019, 10:40 PM IST

কলকাতা, 10 অগাস্ট : রাজ্যে এবং কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের হাত ধরতে হবে সেটা মেনে নিয়েছে CPI(M) নেতৃত্ব । লোকসভা নির্বাচনে চরম ব্যর্থতার পরেও বাম শরিক দলের অনেকেই চাইছেন না কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হতে । শরিকদের না চটিয়েই CPI(M) সিদ্ধান্ত নিয়েছে সর্তকতা অবলম্বন করার ৷ কংগ্রেসের সঙ্গে শর্ত সাপেক্ষে সমঝোতার কথাই বলছে বাম নেতৃত্ব।

বাম নেতৃত্বের দাবি, কংগ্রেসের সঙ্গে সমঝোতার অর্থ এই নয় যে, কংগ্রেস যা বলবে তাই মেনে নিতে হবে । শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

CPI(M) শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বামপন্থী এবং দক্ষিণপন্থী নীতি আদর্শ সম্পর্কে সতর্ক থাকতেই হবে ।

CPI(M) নেতৃত্বের মনে হয়েছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে গেলে কংগ্রেসের সাহায্য প্রয়োজন । আবার অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে অপেক্ষাকৃত ভালো ফল হবে আসন্ন বিধানসভা নির্বাচনে । আসন্ন পুরসভা নির্বাচনেও বাম-কংগ্রেস যৌথভাবে লড়াই করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কে কোন কেন্দ্রে প্রার্থী দেবে সে বিষয়টি স্পষ্ট না হলেও তৃণমূল এবং BJPএর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে জোটবদ্ধভাবে লড়বেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব, এটা নিশ্চিত ।

সীতারাম ইয়েচুরির সঙ্গে অতীতেও বৈঠক হয়েছে রাহুল গান্ধির । রাজ্যের দুই রাজনৈতিক দলের কর্মীরা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় জানতে চাইছেন কবে হবে CPI(M) এবং কংগ্রেসের দিল্লির নেতৃত্বের বৈঠক ।
বাম নেতৃত্বের দাবি, BJP-এর সাহায্যে বামপন্থী দলগুলির দখল হওয়া অফিসগুলো পুনরুদ্ধার করার ঘটনায় কখনওই যেন মানুষের মধ্যে এমন ধারণা না হয়, যে BJP-এর সঙ্গে বাম শক্তির গোপন আঁতাত হয়েছে । সেই বার্তা দিতেই আপাতত মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট । CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট বার্তা দিয়েছেন এ রাজ্যে তৃণমূল এবং BJP-এর বিরুদ্ধে তাদের মূল লড়াই হবে ।

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক BJP বা তৃণমূলকে এড়িয়ে চলতে হবে । দলের জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয়ভাবে CPIM)-এর সঙ্গে যৌথভাবে এলাকায় জনসংযোগ বাড়াতে হবে । তৃণমূল এবং BJP-র আক্রমণকে প্রতিহত করতে সংঘবদ্ধ লড়াই হবে একমাত্র পরিত্রাণের পথ ।

তৃণমূল স্তরের বামপন্থী কর্মীদের মধ্যে কংগ্রেস সম্পর্কে যাতে কোনও ছুঁৎমার্গ না থাকে সে বিষয়টি নিয়ে ব্লক স্তরে আলোচনা করছে বামেরা । দুই দলেরই দাবি, আগামী দিনে আন্তরিকতার সঙ্গে বাম এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং BJP-এর বিরুদ্ধে লড়াই করতে চাইছে ।

কলকাতা, 10 অগাস্ট : রাজ্যে এবং কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের হাত ধরতে হবে সেটা মেনে নিয়েছে CPI(M) নেতৃত্ব । লোকসভা নির্বাচনে চরম ব্যর্থতার পরেও বাম শরিক দলের অনেকেই চাইছেন না কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হতে । শরিকদের না চটিয়েই CPI(M) সিদ্ধান্ত নিয়েছে সর্তকতা অবলম্বন করার ৷ কংগ্রেসের সঙ্গে শর্ত সাপেক্ষে সমঝোতার কথাই বলছে বাম নেতৃত্ব।

বাম নেতৃত্বের দাবি, কংগ্রেসের সঙ্গে সমঝোতার অর্থ এই নয় যে, কংগ্রেস যা বলবে তাই মেনে নিতে হবে । শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

CPI(M) শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বামপন্থী এবং দক্ষিণপন্থী নীতি আদর্শ সম্পর্কে সতর্ক থাকতেই হবে ।

CPI(M) নেতৃত্বের মনে হয়েছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে গেলে কংগ্রেসের সাহায্য প্রয়োজন । আবার অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে অপেক্ষাকৃত ভালো ফল হবে আসন্ন বিধানসভা নির্বাচনে । আসন্ন পুরসভা নির্বাচনেও বাম-কংগ্রেস যৌথভাবে লড়াই করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কে কোন কেন্দ্রে প্রার্থী দেবে সে বিষয়টি স্পষ্ট না হলেও তৃণমূল এবং BJPএর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে জোটবদ্ধভাবে লড়বেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব, এটা নিশ্চিত ।

সীতারাম ইয়েচুরির সঙ্গে অতীতেও বৈঠক হয়েছে রাহুল গান্ধির । রাজ্যের দুই রাজনৈতিক দলের কর্মীরা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় জানতে চাইছেন কবে হবে CPI(M) এবং কংগ্রেসের দিল্লির নেতৃত্বের বৈঠক ।
বাম নেতৃত্বের দাবি, BJP-এর সাহায্যে বামপন্থী দলগুলির দখল হওয়া অফিসগুলো পুনরুদ্ধার করার ঘটনায় কখনওই যেন মানুষের মধ্যে এমন ধারণা না হয়, যে BJP-এর সঙ্গে বাম শক্তির গোপন আঁতাত হয়েছে । সেই বার্তা দিতেই আপাতত মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট । CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট বার্তা দিয়েছেন এ রাজ্যে তৃণমূল এবং BJP-এর বিরুদ্ধে তাদের মূল লড়াই হবে ।

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক BJP বা তৃণমূলকে এড়িয়ে চলতে হবে । দলের জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয়ভাবে CPIM)-এর সঙ্গে যৌথভাবে এলাকায় জনসংযোগ বাড়াতে হবে । তৃণমূল এবং BJP-র আক্রমণকে প্রতিহত করতে সংঘবদ্ধ লড়াই হবে একমাত্র পরিত্রাণের পথ ।

তৃণমূল স্তরের বামপন্থী কর্মীদের মধ্যে কংগ্রেস সম্পর্কে যাতে কোনও ছুঁৎমার্গ না থাকে সে বিষয়টি নিয়ে ব্লক স্তরে আলোচনা করছে বামেরা । দুই দলেরই দাবি, আগামী দিনে আন্তরিকতার সঙ্গে বাম এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং BJP-এর বিরুদ্ধে লড়াই করতে চাইছে ।

Intro:রাজ্যে এবং কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের হাত ধরতে হবে সেটা মেনে নিয়েছে সিপিআইএম নেতৃত্ব। লোকসভা নির্বাচনে চূড়ান্ত পরাজযয়ের পরও বাম শরিক দলের অনেকেই চাইছেন না কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হতে। অতএব শরিকদের না চটিয়েই সি পি আই এম এ সিদ্ধান্ত হয়েছে সর্তকতা অবলম্বন করে কংগ্রেসের সঙ্গে শর্ত সাপেক্ষে সমঝোতা হবে।
কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের সমঝোতা মানে, এই নয় যে, কংগ্রেস যা বলবে তাই মেনে নিয়ে অপেক্ষাকৃত 'দুর্বল' বামেরা এগিয়ে চলবে। শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে। কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারো মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে সিপিআইএম। সিপিআইএম শীর্ষ নেতৃত্বের বক্তব্য, যতই হোক বামপন্থী এবং দক্ষিণপন্থী নীতি আদর্শ সম্পর্কে সতর্ক থাকতেই হবে।


Body:সিপিএমের ভাবনা, চিন্তা এবং মতাদর্শ অক্ষুণ্ণ রেখে জোট হবে কংগ্রেসের সঙ্গে। বামপন্থী বৈশিষ্ট্য বজায় রেখেই দক্ষিণপন্থী কংগ্রেসের সঙ্গে সমঝোতা হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।
সিপিএম নেতৃত্বের মনে হয়েছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ঘায়েল করতে গেলে কংগ্রেসের সাহায্য প্রয়োজন। আবার অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, বামেদের সঙ্গে বা সিপিআইএমের সঙ্গে গাঁটছড়া বাঁধলে অপেক্ষাকৃত ভালো ফল হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। আসন্ন পুরসভা নির্বাচনেও বাম কংগ্রেস যৌথভাবে লড়াই করবে বলে সিদ্ধান্ত হয়েছে। কে কোথায় প্রার্থী দেবে সে বিষয়টি স্পষ্ট না হলেও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে জোটবদ্ধভাবে লড়বেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব।
সূর্যকান্ত মিশ্র, বিমান বসু এবং সোমেন মিত্র কি বললেন সে বিষয়টির দিকে তাকিয়ে নেই এ রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব। তাদের কাছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ দুই যুযুধান রাজনৈতিক দলের দিল্লির নের্তৃত্বের বৈঠক করাটা। সীতারাম ইয়েচুরির সঙ্গে অতীতেও বৈঠক হয়েছে রাহুল গান্ধীর। রাজ্যের দুই রাজনৈতিক দলের কর্মীরা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় জানতে চাইছেন কবে হবে সিপিআইএম এবং কংগ্রেসের দিল্লির নের্তৃত্বের বৈঠক।
বিজেপির সাহায্যে বামপন্থী দলগুলোর হারিয়ে যাওয়া পার্টি অফিস গুলো পুনরুদ্ধার করার ঘটনা, কখনোই যেন মানুষের মধ্যে এমন ধারণা না হয়, যে বিজেপির সঙ্গে বাম শক্তির গোপন আঁতাত হয়েছে। সেই বার্তা দিতেই আপাতত মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। সি পি আই এম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট বার্তা দিয়েছেন এ রাজ‍্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তাদের মূল লড়াই হবে।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক বিজেপি বা তৃণমূলের সংশ্রব এড়িয়ে চলতে হবে। দলের জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয়ভাবে সিপিআইএমের সঙ্গে যৌথভাবে এলাকায় জনসংযোগ বাড়াতে হবে। তৃণমূল এবং বিজেপির আক্রমণকে প্রতিহত করতে সঙ্ঘবদ্ধ লড়াই হবে একমাত্র পরিত্রাণের পথ।


Conclusion:নিচু তলার বামপন্থী কর্মীদের মধ্যে কংগ্রেস সম্পর্কে যাতে কোনো ছুতমার্গ না থাকে সে বিষয়টি নিয়ে ব্লক স্তরে আলোচনা করছে বামেরা।
আগামী দিনে আন্তরিকতার সঙ্গে বাম এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.