নয়াদিল্লি, 11 মার্চ : 30 জন কংগ্রেস নেতা এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারে তারকা প্রচারক বা স্টার ক্যাম্পেনার হিসেবে উপস্থিত থাকবেন ৷ নির্বাচন কমিশনকে সেই তারকা প্রচারকদের তালিকা দিল কংগ্রেস ৷
তালিকায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি-সহ নাম রয়েছে রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি বঢরারও ৷ এছাড়ও যে নামগুলি উল্লেখযোগ্য, তার মধ্যে রয়েছে মনমোহন সিং, অধীররঞ্জন চৌধুরী, শচীন পাইলট, নভজ্যোত সিং সিধু, মহম্মদ আজহারউদ্দিন প্রমুখ ৷
তবে 30 জনের যে তালিকা নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে, তাতে যাঁদের নাম আছে সকলেই বিভিন্ন রাজ্যে ও জাতীয় স্তরে কংগ্রেসের হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত ৷
আরও পড়ুন : কীভাবে ভোট প্রচার, ছাত্র-যুবদের ক্লাস নিচ্ছেন বাম নেতারা
তালিকায় 10 নম্বরে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম ৷ তিনি ছাড়াও বাংলার আরও পাঁচজন নেতাকে এই রাজ্যে প্রচারে কংগ্রেসের তারকা প্রচারক হিসেবে রাখা হয়েছে ৷ ওই পাঁচ নেতা হলেন - আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরী ও অভিজিৎ মুখোপাধ্যায় ৷