ETV Bharat / city

প্রার্থী চূড়ান্ত করতে মোদির নেতৃত্বে বৈঠকে বিজেপি

author img

By

Published : Mar 4, 2021, 8:27 PM IST

বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক শুরু হল নয়াদিল্লিতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হওয়া ওই বৈঠকে রয়েছেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা ৷ রয়েছেন বাংলার নেতারা ৷

প্রার্থী চূড়ান্ত করতে মোদির নেতৃত্বে বৈঠকে বিজেপি
প্রার্থী চূড়ান্ত করতে মোদির নেতৃত্বে বৈঠকে বিজেপি

নয়াদিল্লি, 4 মার্চ : নন্দীগ্রামে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখসমরে নামবেন শুভেন্দু অধিকারী ? প্রথম দুই দফায় বিজেপির প্রার্থী তালিকায় আর কী কী চমক থাকবে ? এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করতেই হবে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক শেষ হওয়া পর্যন্ত ৷ যে বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হল রাজধানীতে ৷

বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ওই বৈঠকে যোগ দিতে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন দলের সদর দফতরে ৷ তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷

এদিনের বৈঠকে মোদি-নাড্ডা ছাড়াও উপস্থিত রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় নেতা ৷ বিভিন্ন রাজ্যের শীর্ষস্তরের নেতারাও উপস্থিত রয়েছেন ৷ বাংলা থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা রয়েছেন ৷

এদিন বৈঠকের পর কি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ? সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি ৷ বিজেপির একটি সূত্রের খবর, আগামিকাল শুক্রবার ওই তালিকা ঘোষণা করা হতে পারে ৷

আরও পড়ুন : নেক্সট কে? জিতেন্দ্র ঘনিষ্ঠরা বিজেপিতে যোগ দিতেই জল্পনা আসানসোলে

এদিকে বাংলার প্রথম দুই দফায় কারা প্রার্থী হবেন, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় আলোচনা চলছে নয়াদিল্লিতে ৷ বিজেপির বাংলার নেতারা জেপি নাড্ডার বাড়িতে গিয়ে বৈঠক করেন ৷ বৈঠকে অমিত শাহও ছিলেন বলে খবর ৷ সেখানে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 4 মার্চ : নন্দীগ্রামে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখসমরে নামবেন শুভেন্দু অধিকারী ? প্রথম দুই দফায় বিজেপির প্রার্থী তালিকায় আর কী কী চমক থাকবে ? এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করতেই হবে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক শেষ হওয়া পর্যন্ত ৷ যে বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হল রাজধানীতে ৷

বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ওই বৈঠকে যোগ দিতে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন দলের সদর দফতরে ৷ তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷

এদিনের বৈঠকে মোদি-নাড্ডা ছাড়াও উপস্থিত রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় নেতা ৷ বিভিন্ন রাজ্যের শীর্ষস্তরের নেতারাও উপস্থিত রয়েছেন ৷ বাংলা থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা রয়েছেন ৷

এদিন বৈঠকের পর কি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ? সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি ৷ বিজেপির একটি সূত্রের খবর, আগামিকাল শুক্রবার ওই তালিকা ঘোষণা করা হতে পারে ৷

আরও পড়ুন : নেক্সট কে? জিতেন্দ্র ঘনিষ্ঠরা বিজেপিতে যোগ দিতেই জল্পনা আসানসোলে

এদিকে বাংলার প্রথম দুই দফায় কারা প্রার্থী হবেন, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় আলোচনা চলছে নয়াদিল্লিতে ৷ বিজেপির বাংলার নেতারা জেপি নাড্ডার বাড়িতে গিয়ে বৈঠক করেন ৷ বৈঠকে অমিত শাহও ছিলেন বলে খবর ৷ সেখানে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.