কলকাতা, 28 ফেব্রুয়ারি : আদালত চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাকেশ সিং । মাদক মামলায় তাঁকে আজ আলিপুর জজ আদালতে তোলা হয় । গাড়ি থেকে নামার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিজেপি নেতা ।
বিজেপি নেতা রাকেশ সিংয়ের হেফাজতের সময়সীমা শেষ হওয়ায় তাঁকে আলিপুর জজ আদালতে পেশ করা হয় । আগের দিনের মতো আদালত চত্বরে নিরাপত্তা আঁটোসাটো ছিল । আদালত চত্বরে পৌঁছানোর পর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন ধৃত বিজেপি নেতা । বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুরলীধর শর্মা দু'জনে ষড়যন্ত্র করেছেন । সব সত্যি সামনে আসবে । আমার বাড়িতে যারা কাজ করত তাদের ধরে গল্প তৈরি করা হচ্ছে ।"
এর আগে আদালত চত্বরে পৌঁছানোর পর রাকশেকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয় । পড়ে যান বিজেপি নেতা । ওইদিন তাঁর দুই ছেলেকে আদালতে পেশ করা হয় । পরে অবশ্য রাকেশের দুই ছেলে জামিনে মুক্ত হয় ।
আরও পড়ুন : রুজিরার পর রাকেশ, দুই কান্ডে ভোটের আগে রাজ্য রাজনীতিতে পারদ চড়ার ইঙ্গিত
মাদক মামলায় গ্রেফতারির পর পামেলা গোস্বামী পুলিশি জেরায় রাকেশ সিংয়ের নাম করেছিলেন । সেই সূত্রে পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ । প্রথমে তিনি দিল্লিতে রয়েছেন বলে পুলিশ জানতে পারে । পরে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রাকেশকে গ্রেফতার করে পুলিশ ।