ETV Bharat / city

তৃণমূলের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে নিউটাউনে উত্তেজনা - বিধানসভা নির্বাচন 2021

তৃণমূলের অভিযোগ, বিজেপির তরফে ব্যানার ও ফ্লেক্স ছেড়া হয়েছে । বিজপি ভয় পেয়ে এসব করছে বলে তাদের দাবি ।

তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে নিউটাউনে উত্তেজনা
তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে নিউটাউনে উত্তেজনা
author img

By

Published : Mar 29, 2021, 4:48 PM IST

নিউটাউন, 29 মার্চ : তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফ্ল্যাগ ছেড়াকে কেন্দ্র করে নিউটাউন সর্দারপাড়ায় উত্তেজনা । রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের হোর্ডিং টাঙানো হয় । সেসব রবিবার রাতে কেউ বা কারা ছিড়ে দেয় । আজ সকালে তৃণমূলের নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

হোর্ডিং ছেঁড়ার ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে । তৃণমূলের তরফে মহম্মদ আফতাবউদ্দিন বলেন, "যত ফ্লেক্স লাগানো ছিল, সেসব ছিড়ে ফেলা হয়েছে । এসব বিজেপির কাজ । আসলে ওরা বুঝে গিয়েছে যে, তৃণমূল জিতবে । তাই মানুষকে ভয় দেখাতে এসব করছে । আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি । অপরাধীদের শাস্তি চাই ।"

তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে নিউটাউনে উত্তেজনা

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে তৃণমূলের ব্যানার ও পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অন্যদিকে বিধাননগর 35 নম্বর ওয়ার্ড সুকান্তনগর সমিতির ভেড়ির কাছে তৃণমূলের পোস্টার অন্ধকারে পুড়িয়ে ও ছিড়ে ফেলা হয় । এই ঘটনায়ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে । বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় তাদের পোস্টার ছেড়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের । ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ।

নিউটাউন, 29 মার্চ : তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফ্ল্যাগ ছেড়াকে কেন্দ্র করে নিউটাউন সর্দারপাড়ায় উত্তেজনা । রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের হোর্ডিং টাঙানো হয় । সেসব রবিবার রাতে কেউ বা কারা ছিড়ে দেয় । আজ সকালে তৃণমূলের নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

হোর্ডিং ছেঁড়ার ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে । তৃণমূলের তরফে মহম্মদ আফতাবউদ্দিন বলেন, "যত ফ্লেক্স লাগানো ছিল, সেসব ছিড়ে ফেলা হয়েছে । এসব বিজেপির কাজ । আসলে ওরা বুঝে গিয়েছে যে, তৃণমূল জিতবে । তাই মানুষকে ভয় দেখাতে এসব করছে । আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি । অপরাধীদের শাস্তি চাই ।"

তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে নিউটাউনে উত্তেজনা

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে তৃণমূলের ব্যানার ও পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অন্যদিকে বিধাননগর 35 নম্বর ওয়ার্ড সুকান্তনগর সমিতির ভেড়ির কাছে তৃণমূলের পোস্টার অন্ধকারে পুড়িয়ে ও ছিড়ে ফেলা হয় । এই ঘটনায়ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে । বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় তাদের পোস্টার ছেড়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের । ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.